আমরা দাঁত পরিস্কার করতে টুথপেস্ট ব্যবহার করে থাকি
- আপডেট টাইম : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / 139
আমরা দাঁত পরিস্কার করতে টুথপেস্ট ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কী টুথপেস্ট কেবল মুখ ও দাঁতের জীবাণু ধ্বংস করে না, এর রয়েছে আরও কিছু আশ্চর্য ব্যবহার!
চলুন জেনে নেই টুথপেস্টের কিছু ব্যতিক্রমী ব্যবহার—
* টুথপেস্টর সাহায্যে জুতা পরিষ্কার করা যায়।
* ইস্ত্রিতে কালচে দাগ পড়লে কাপড়ে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন।
* কাঠ থেকে পার্মানেন্ট মার্কারের দাগ তুলতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট।
* চুলে চুইংগাম লাগলে সেখানে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে চুইংগাম।
* গাড়ির হেডলাইট পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট।
* কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন।
* রূপার গয়না পরিষ্কার করতে পুরনো টুথব্রাশে খানিকটা পেস্ট লাগিয়ে ঘষে নিন।
* পোশাকে কলমের কালির দাগ লাগলে টুথপেস্ট ঘষে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
* কাঠের আসবাবে পানির সাদাটে দাগ পড়েছে? দাগ ওঠাতে সাহায্য নিন টুথপেস্টের।
* রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের কল ঝকঝকে করতে চাইলে মাঝে মাঝে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন।
নিউজ লাইট ৭১