বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল
- আপডেট টাইম : ০৩:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / 88
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি চলে গেছে ওয়ানডে সিরিজে আয়োজক শহর সিলেটে।
রোববার বিকালে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছে প্রোটিয়া নারীরা।
সফরের প্রথম করোনা পরীক্ষা করিয়ে সিলেটের রোজ ভিউ হোটেলে উঠেছে তারা। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ১ এপ্রিল থেকে মাঠে অনুশীলন করতে পারবে তারা।
ওয়ানডে সিরিজের খেলা শুরু হবে ৪ এপ্রিল থেকে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল।
এদিকে সিরিজের জন্য ২২ সদস্যের ইমার্জিং স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী ইমার্জিং স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, মোসাম্মত শারমিন সুলতানা, মোসাম্মত রিতু মণি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রোমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।
নিউজ লাইট ৭১