নকল স্বরাষ্ট্র সচিবের কাণ্ড
- আপডেট টাইম : ০৮:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / 103
নিউজ লাইট ৭১-বাংলাদেশ পুলিশ বাহিনীর সাব-ইন্সেপেক্টর (এসআই) পদসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিল আবুল কালাম আজাদ নামের এক যুবক। নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে এ কাজ করছিল আজাদ। অবশেষে ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগ পেয়ে ১৭ নভেম্বর রোববার রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযানে নেতৃত্ব দেয়া সিআইডি’র ঢাকা মেট্রো-পূর্ব’র বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা জানান, পুলিশের এসআই পদে চাকরি দেয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ নেয় আজাদ। কিন্তু ওই লোককে চাকরি দিতে পারেনি। পরে ভুক্তভোগী ব্যক্তি গত ১ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা করেন। মামলা নং ২। মামলাটি তদন্তে নামে সিআইডি। অবশেষে রোববার রাতে সচিব পরিচয়কারী আজাদকে গ্রেফতার করা হয়। তিনি জানান, আজাদ শুধু এসআই পদে চাকরি নয়, সরকারি বিভিন্ন দফতরে চাকরি দেয়ার কথা বলে অর্থ নিতো। সে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব পরিচয় দিতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।