শিক্ষার্থীকে মদপানে ধর্ষণ-হত্যা
- আপডেট টাইম : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / 106
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
এর আগে আজ মঙ্গলবার (২৩ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সাজেদুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি ওই শিক্ষার্থীকে অতিরিক্ত মদ পান করিয়ে ধর্ষণ করেন আসামি রায়হান। এ সময় অন্য আসামিরা সেখানে ছিলেন। পরে ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরের দিন তাকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ওই শিক্ষার্থী মারা যান। এই ঘটনায় ৩১ জানুয়ারি ৪ জনকে আসামি করে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন মারা যাওয়া শিক্ষার্থীর বাবা।
আসামিরা হলেন, ওই শিক্ষার্থীর দুই বন্ধু মর্তুজা রায়হান চৌধুরী ও নুহাত আলম তাফসীর, ফারজানা জামান নেহা, সাফায়েত জামিল। বর্তমানে তারা সবাই কারাগারে আছেন।
নিউজ লাইট ৭১