হার দিয়েই ওয়ানডে মিশন শুরু হলো টাইগারদের
- আপডেট টাইম : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / 77
হার দিয়েই ওয়ানডে মিশন শুরু হলো টাইগারদের। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।
শনিবার (২০ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ডানেডিনের ওভাল ইউনিভার্সিটি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু কিউইদের বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারলো না কেউ। এমনকি খেলতে পারলো না পুরো ৫০ ওভার। তখনও ৪৯ বল বাকি। কিন্তু শেষ হয়ে গেছে ১০ উইকেট। কিউইদের মারাত্মক বলে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১৩১ রান।
কেউই যেন মাঠে থাকার দীর্ঘ পরিকল্পনা নিয়ে মাঠে নামেননি। অধিনায়ক তামিম ইকবাল ফেরেন ১৫ বলে ১৩ রানে। আরেক ওপেনার লিটন দাসও (১৯ রান) ব্যর্থ ইনিংস বড় করতে। তিন নম্বরে নামা সৌম্য সরকার ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে। অভিজ্ঞ মুশফিকুর রহীম থিতু হওয়ার চেষ্টায় ছিলেন। ২ বাউন্ডারিতে ৪৯ বলে ২৩ রানে জিমি নিশামের শিকারে পরিণত মুশফিক। মোহাম্মদ মিঠুন (৯ রান) কাটা পড়েন রান আউটে।
মেহেদী হাসান মিরাজ ১০ বলে ১ রান করে বোল্ড হন মিচেল স্যান্টনারের অফস্পিনে। অভিষিক্ত শেখ মেহেদী হাসান ক্রিজে এসে দ্বিতীয় বলেই স্যান্টনারকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন। স্যান্টনারকে আরেকবার বড় শট খেলতে গিয়েই শেষ হয় শেখ মেহেদীর ইনিংস (১৪ রান)।
তবে পরিস্থিতি সামাল দিতে লড়াই করছিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তার ৫৪ বলে ২৭ রানই ইনিংস সর্বোচ্চ। ৯৮ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ ১৩১ রানে অলআউট হয় ৪১.৫ ওভারে। ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা ট্রেন্ট বোল্ট। মিচেল স্যান্টনার ও জিমি নিশামের শিকার ২টি করে উইকেট।
টাইগারদের দেওয়া ছোট লক্ষ্য পূরণে বেশি বেগ পেতে হয়নি কিউইদের। হেসে খেলেই জয় নিশ্চিত করেছেন তারা। শুরুটাই ছিল দুর্দান্ত। ওপেনার মার্টিন গাপটিলের টর্নেডো ব্যাটিংয়ে ৫ ওভারেই ৫২ রান তুলে ফেলে স্বাগতিকরা। ষষ্ঠ ওভারে প্রথমবার আক্রমণে এসেই গাপটিলকে (১৯ বলে ৩৮ রান) ফেরান তাসকিন আহমেদ। এরপর অভিষিক্ত ডেভন কনওয়েকে ২৭ রানে সাজঘরের পথ ধরান হাসান মাহমুদ।
আরেক ওপেনার হেনরি নিকোলসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২১.২ ওভারেই অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে কিউরা। ১ রানের জন্য হাফ সেঞ্চুরির দেখা পাননি নিকোলস (৪৯*)। অভিষিক্ত উইল ইয়ং (৬ বলে ১১ রান) টানা দুই বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের।
মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদরা লাইন লেন্থ মেনে বোলিং করলেও শুরুতেই তাদের মনোবল নড়িয়ে দেন মার্টিন গাপটিল। শেখ মেহেদী ৬ ওভারে ১৭ রান দিয়ে উইকেট পাননি। হাসান মাহমুদ ছিলেন খরুচে। ৪.২ ওভারে ৪৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তাসকিন আহমেদ পেসারদের মধ্যে তুলনামূলক ভালো করেছেন। ৪ ওভারে ২৩ রানে ১ উইকেট তার। মোস্তাফিজ ৪ ওভারে ২৬ রানে উইকেট পাননি।
এই নিয়ে কিউইদের মাটিতে তাদের বিপক্ষে সব সংস্করণে টানা ২৭ ম্যাচ হারলো বাংলাদেশ।
প্রসঙ্গত, আগামী মঙ্গলবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
নিউজ লাইট ৭১