নির্বাচনে বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দেওয়ার ডাক
- আপডেট টাইম : ০৬:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / 77
পশ্চিমবাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দেওয়ার ডাক দিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের এগরার জনসভা থেকে মমতা বলেন, গাদ্দাররা সব আজ বিজেপির প্রার্থী হয়েছে। তবে এবারের নির্বাচনে কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। ওরা সব দলের সঙ্গে বেইমানী করেছে। অনেক সহ্য করেছি, আর নয়।
অন্ধের মতো ভালোবাসা দিয়েছি। আর সেই ভালোবাসার সুযোগ নিয়েছে গাদ্দাররা। সেই গাদ্দাররা এখন বিজেপির প্রার্থী হয়েছে। মূলত এদিন মমতা এই তোপের মাধ্যমে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বিজেপি প্রার্থী হওয়া মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের বোঝাতে চেয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছেন। মমতা এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, বাইরে থেকে বাংলায় লোক এনে বুথ দখলের চেষ্টা করছে বিজেপি। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপির পুরনো লোকেরাই বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পাননি।
তারা সব ঘরে বসে কাঁদছেন। সিপিএমের হার্মাদ এবং তৃণমূলের কিছুলোক এখন বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। বাংলার মানুষ সব দেখছেন। বাংলায় মা বোনদের নিরাপত্তার স্বার্থে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান মমতা। বলেন, বাংলার মাঠে বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দিতে হবে। বাংলাই একমাত্র রাজ্য যেখানে এনপিআর আর হতে দেওয়া হয়নি। ফলে বিজেপিকে হারাতে হলে বাংলায় একমাত্র ভরসা তৃণমূল কংগ্রেসই।
নিউজ লাইট ৭১