শিরোনাম :
ইংল্যান্ড লিজেন্ডসের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ লিজেন্ডস
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / 98
রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড লিজেন্ডসের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ লিজেন্ডস।
টস জিতে আগে ব্যাট করে মুশফিক বাবুর অপরাজিত ৩০ ও পাইলটের অপরাজিত ৩১ রানে ভর করে নির্ধারণ ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে বাংলাদেশ লিজেন্ডস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসন। মাত্র ১৭ বলে ১ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৪২ রানে রফিকের বলে আউট হন তিনি। এছাড়া মাস্টার্ড ২৭ ও মাডি ৩২ রানের সুবাদে মাত্র ১৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর:-
বাংলাদেশ লিজেন্ডস: ১১৩/৫ (২০)
নাজিমউদ্দিন ১২,পাইলট ৩১* মুশফিকুর ৩০*
ইংল্যান্ড লিজেন্ডস: ১১৭/৩ (১৪)
পিটারসন ৪২, মাডি ৩২।
রফিক ২/৩১।
নিউজ লাইট ৭১
Tag :