১৪ বছরের কিশোরকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন এক তরুণী
- আপডেট টাইম : ০৬:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / 90
১৪ বছরের কিশোরকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন ২৩ বছরের এক তরুণী। এ ঘটনার জেরে ব্রিটিনি নামের ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসের প্যারাগোল্ডে। মেট্রোর এক প্রতিবেদনে এমনই তথ্য জানা গেছে।
মেট্রোর প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের সেপ্টেম্বরে আরকানসাসের প্যারাগোল্ডে ওই কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায় ব্রিটনি গ্রের বিরুদ্ধে। পরে সোমবার ব্রিটনির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়।
এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, ব্রিটনি গ্রের গর্ভে ওই কিশোরের সন্তান। ওই তরুণী যখন হাসপাতালে যান মেডিক্যাল টেস্টের জন্য তখন কিশোরকে সঙ্গে নিয়ে যান। ওই হাসপাতালেই নিশ্চিত হন ওই তরুণী অন্তঃসত্ত্বা।
টেলিভিশন চ্যানেল কেএআইটির দেখা কোর্টের নথিগুলোতে বলা হয়েছে, অভিযুক্ত তরুণী এবং কিশোরকে একসঙ্গে হাসপাতালে যাওয়ার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
গত ফেব্রুয়ারিতে আরো এক ব্যক্তি গ্রের বিরুদ্ধে পুলিশে নালিশ করেন। তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরকে যৌন নির্যাতন করেছেন তরুণী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ের যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে অভিযুক্ত তরুণী স্থানীয় গ্রিন কাউন্টি ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।
নিউজ লাইট ৭১