ক্যাসিনোতে বুবলী শাকিব ছাড়াই
- আপডেট টাইম : ০৯:০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / 145
ঢাকাই ছবির পরিচিত মুখ শবনম বুবলী। ক্যারিয়ারে এই পর্যন্ত প্রতিটি ছবিতে শাকিবের নায়িকা হয়ে কাজ করেছেন তিনি। তবে এবার প্রথম শাকিব খানকে ছাড়া বুবলীকে দেখা যাবে নতুন ছবিতে। ছবির নাম ‘ক্যাসিনো’। এতে বুবলীর বিপরীতে দেখা যাবে নায়ক নিরবকে।
এদিকে শাকিব-অপুর বিচ্ছেদের আগে থেকেই বুবলীকে নিয়ে গণমাধ্যমে খবর চাউর হয়। যেখানে বলা হয়, বুবলীর সঙ্গে শাকিব সম্পর্কে জড়িয়ে ভাঙছে অপুর সংসার! এমনকি এই কারণে অনেক অশান্তিও হয় শাকিব-অপুর মধ্যে। সবকিছুর পর বুবলীকে নিয়ে একের পর এক ছবিতে অভিনয় করেছেন শাকিব খান।
অবশেষে সেই সম্পর্কের অবসান ঘটলো। এবার সত্যি সত্যি অন্য নায়কের নায়িকা হলেন বুবলী। ‘ক্যাসিনো’ পরিচালনা করবেন সৈকত নাসির।
জানা গেছে, ২০ নভেম্বর থেকে ঢাকায় ‘ক্যাসিনো’র শুটিং শুরু হবে। আর ডিসেম্বরে কয়েকটি গান ও কিছু দৃশ্যের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে।
সবশেষ শাকিব-বুবলী জুটির ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটিও ব্যবসা করতে পারেনি। এবার নিরবের নায়িকা হয়ে বুবলী নিজেকে কতটা মেলে ধরতে পারেন তা সময়ই বলে দেবে।