ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কারামুক্ত কার্টুনিস্ট কিশোর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • / 90

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে বুধবার (৩ মার্চ) ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

অসুস্থতা ও দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে কিশোরের পক্ষে জ্যের্তিময় বড়ুয়া শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী।

২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে কিশোরকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর সদস্যরা।

জামিন পাওয়ার পর বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। 

জেল সুপার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, জামিনের কাগজপত্র আমরা ১১টার দিকে পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে, কিশোরের মুক্তির সময় তার কয়েকজন আত্মীয়-বন্ধু কারাগারের বাইরে অপেক্ষায় ছিলেন। কারাফটক থেকে বেরিয়ে আসার পর বেলা সাড়ে ১২টার দিকে একটি সাদা রঙের গাড়িতে করে তিনি চলে যান। এসময় কারাগারের বাইরে থাকা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গতবছর ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ব্যবসায়ী মুশতাক আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কারামুক্ত কার্টুনিস্ট কিশোর

আপডেট টাইম : ০৭:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে বুধবার (৩ মার্চ) ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

অসুস্থতা ও দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে কিশোরের পক্ষে জ্যের্তিময় বড়ুয়া শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী।

২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে কিশোরকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর সদস্যরা।

জামিন পাওয়ার পর বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। 

জেল সুপার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, জামিনের কাগজপত্র আমরা ১১টার দিকে পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে, কিশোরের মুক্তির সময় তার কয়েকজন আত্মীয়-বন্ধু কারাগারের বাইরে অপেক্ষায় ছিলেন। কারাফটক থেকে বেরিয়ে আসার পর বেলা সাড়ে ১২টার দিকে একটি সাদা রঙের গাড়িতে করে তিনি চলে যান। এসময় কারাগারের বাইরে থাকা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গতবছর ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ব্যবসায়ী মুশতাক আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করা হয়।

নিউজ লাইট ৭১