ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয়বারের মত ক্ষমতায় আসছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 89

২০২১-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এবারের লড়াইয়ে জিতবে কে- তৃণমূল কংগ্রেস না বিজেপি? তার খানিক আভাস দিয়ে গেল সি ভোটারের জনমত সমীক্ষার দ্বিতীয় ধাপ। এই সমীক্ষায় তৃণমূলই শেষ হাসি হাসবে বলে আভাস দিয়েছে। সেইসঙ্গে জানিয়েছে দুই দলেরই ভোট কমতে চলেছে।

এবিপি আনন্দ-সি ভোটার-আইএক্সএন এর  দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় জনমত বলছে, ৪৩ শতাংশ সমর্থন পাবে তৃণমূল কংগ্রেস। ৩৮ শতাংশ বিজেপি এবং ১৩ শতাংশ বাম-কংগ্রেস জোট। অর্থাৎ রাজ্যে সরকার গড়বে তৃণমূলই, হয়তো বাম-কংগ্রেসের সাহায্য নিতে হতে পারে তৃণমূলকে বিজেপিকে আরও হীনবল করার জন্য।

এই সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ? এই প্রশ্নের জবাবে ৫৫ শতাংশ জানিয়েছে, মমতা বন্দোপাধ্যায়কেই তারা মুখ্যমন্ত্রী হিসেবে চায়। ২৫ শতাংশ বিজেপি নেতা দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চান। ৯ শতাংশ মুকুল রায়কে, ৩ শতাংশ সুজন চক্রবর্তীকে এবং ২ শতাংশ অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ৬ শতাংশ চান অন্য কোনো মুখকে।

তৃণমূলের ভোট শতাংশ সি ভোটারের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা অনেক কমবে। সেইসঙ্গে কমবে ভোট শতাংশও। ২০২১-এ তৃণমূল ১৪৮ থেকে ১৬৪টি আসন পেতে পারে। আর ভোট শতাংশ কমে দাঁড়াতে পারে ৪৩ শতাংশ। প্রথম পর্যায়ের সমীক্ষাতেও এই একই আভাস দিয়েছিল সি ভোটার।

বিজেপির ভোট শতাংশ সি ভোটারের সমীক্ষায় বিজেপির উত্থানের আভাস স্পষ্ট। কিন্তু তৃণমূলকে হারানোর স্বপ্ন অধরাই রয়ে যাবে। ম্যাজিক ফিগারের আগেই থেমে যাবে তাদের লড়াই। বিজেপির ভোট শতাংশ ২০১৬-র নিরিখে অনেকগুণ বাড়লেও ২০১৯-এর ভোটব্যাঙ্ক ধরে রাখতে ব্যর্থ হবে বলেই আভাস মিলেছে সি ভোটারের সমীক্ষায়। দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী, ৯২ থেকে ১০৮টি আসন পেতে পারে তারা। আর ভোট শতাংশ থেমে যাবে ৩৮ শতাংশে।

বাম-কংগ্রেসের মিলিত ভোট শতাংশ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস জোট এবার বিরোধী দলের তকমাও ধরে রাখতে পারবে না। বাংলায় নির্বাচনী লড়াইয়ে তৃতীয় স্থান নিয়েই ক্ষান্ত থাকতে হবে তাদের। অস্তিত্ব বাঁচানোর এই লড়াইয়ে তারা ৩১ থেকে ৩৯টি আসন পেতে পারে বলে সমীক্ষায় আভাস মিলেছে। তেমনই আভাস মিলেছে তাদের ভোট শতাংশ হতে পারে ১৩ শতাংশ। যা ২০১৬-র বিধানসভার তুলনায় অনেক কম। তবে লোকসভার তুলনায় সমান-সমান।

অন্যান্যরা কত শতাংশ ভোট পাবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে অনেকেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে বিজেপির বন্ধুশক্তি, তৃণমূলের মিত্ররাও। আবার আসাদউদ্দিন ওয়েইসির মিমের পাশাপাশি আসরে পিরজাদা আব্বাস সিদ্দিকিও। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৫টি আসন। তারা। প্রায় ৬ শতাংশ ভোট পেতে পারে বলে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা আভাস।

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ ২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ১০ শতাংশ ভোট। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪০ শতাংশ ভোট। সেই নিরিখে এবার বিজেপি তাদের ভোট শতাংশ বহুগুণ বাড়াতে সমর্থ হচ্ছে। ঠিক ততটাই কমছে বাম-কংগ্রেসের। তৃণমূল কমছে ২ শতাংশ।

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ ২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ১০ শতাংশ ভোট। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪০ শতাংশ ভোট। সেই নিরিখে এবার বিজেপি তাদের ভোট শতাংশ বহুগুণ বাড়াতে সমর্থ হচ্ছে। ঠিক ততটাই কমছে বাম-কংগ্রেসের। তৃণমূল কমছে ২ শতাংশ।

২০১৯-এর নিরিখে ২০২১-এর ভোট শতাংশ আর ২০১৯-এর লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৩.৬৯ শতাংশ। আর বিজেপি পেয়েছিল ৪০.৬৪ শতাংশ ভোট। বাম-কংগ্রেস মিলিত ভাবে পেয়েছিল ১২ শতাংশ ভোট। সেই নিরিখে সি ভোটারের সমীক্ষায় আভাস বিজেপি ও তৃণমূলের ভোট শতাংশ কমছে। বিজেপির কমছে প্রায় ২.৬৪ শতাংশ। আর তৃণমূলের ০.৬৯ শতাংশ। বাম-কংগ্রেসের ভোট বাড়ছে ১ শতাংশ।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তৃতীয়বারের মত ক্ষমতায় আসছে

আপডেট টাইম : ০৬:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

২০২১-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এবারের লড়াইয়ে জিতবে কে- তৃণমূল কংগ্রেস না বিজেপি? তার খানিক আভাস দিয়ে গেল সি ভোটারের জনমত সমীক্ষার দ্বিতীয় ধাপ। এই সমীক্ষায় তৃণমূলই শেষ হাসি হাসবে বলে আভাস দিয়েছে। সেইসঙ্গে জানিয়েছে দুই দলেরই ভোট কমতে চলেছে।

এবিপি আনন্দ-সি ভোটার-আইএক্সএন এর  দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় জনমত বলছে, ৪৩ শতাংশ সমর্থন পাবে তৃণমূল কংগ্রেস। ৩৮ শতাংশ বিজেপি এবং ১৩ শতাংশ বাম-কংগ্রেস জোট। অর্থাৎ রাজ্যে সরকার গড়বে তৃণমূলই, হয়তো বাম-কংগ্রেসের সাহায্য নিতে হতে পারে তৃণমূলকে বিজেপিকে আরও হীনবল করার জন্য।

এই সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ? এই প্রশ্নের জবাবে ৫৫ শতাংশ জানিয়েছে, মমতা বন্দোপাধ্যায়কেই তারা মুখ্যমন্ত্রী হিসেবে চায়। ২৫ শতাংশ বিজেপি নেতা দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চান। ৯ শতাংশ মুকুল রায়কে, ৩ শতাংশ সুজন চক্রবর্তীকে এবং ২ শতাংশ অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ৬ শতাংশ চান অন্য কোনো মুখকে।

তৃণমূলের ভোট শতাংশ সি ভোটারের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা অনেক কমবে। সেইসঙ্গে কমবে ভোট শতাংশও। ২০২১-এ তৃণমূল ১৪৮ থেকে ১৬৪টি আসন পেতে পারে। আর ভোট শতাংশ কমে দাঁড়াতে পারে ৪৩ শতাংশ। প্রথম পর্যায়ের সমীক্ষাতেও এই একই আভাস দিয়েছিল সি ভোটার।

বিজেপির ভোট শতাংশ সি ভোটারের সমীক্ষায় বিজেপির উত্থানের আভাস স্পষ্ট। কিন্তু তৃণমূলকে হারানোর স্বপ্ন অধরাই রয়ে যাবে। ম্যাজিক ফিগারের আগেই থেমে যাবে তাদের লড়াই। বিজেপির ভোট শতাংশ ২০১৬-র নিরিখে অনেকগুণ বাড়লেও ২০১৯-এর ভোটব্যাঙ্ক ধরে রাখতে ব্যর্থ হবে বলেই আভাস মিলেছে সি ভোটারের সমীক্ষায়। দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী, ৯২ থেকে ১০৮টি আসন পেতে পারে তারা। আর ভোট শতাংশ থেমে যাবে ৩৮ শতাংশে।

বাম-কংগ্রেসের মিলিত ভোট শতাংশ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস জোট এবার বিরোধী দলের তকমাও ধরে রাখতে পারবে না। বাংলায় নির্বাচনী লড়াইয়ে তৃতীয় স্থান নিয়েই ক্ষান্ত থাকতে হবে তাদের। অস্তিত্ব বাঁচানোর এই লড়াইয়ে তারা ৩১ থেকে ৩৯টি আসন পেতে পারে বলে সমীক্ষায় আভাস মিলেছে। তেমনই আভাস মিলেছে তাদের ভোট শতাংশ হতে পারে ১৩ শতাংশ। যা ২০১৬-র বিধানসভার তুলনায় অনেক কম। তবে লোকসভার তুলনায় সমান-সমান।

অন্যান্যরা কত শতাংশ ভোট পাবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে অনেকেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে বিজেপির বন্ধুশক্তি, তৃণমূলের মিত্ররাও। আবার আসাদউদ্দিন ওয়েইসির মিমের পাশাপাশি আসরে পিরজাদা আব্বাস সিদ্দিকিও। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৫টি আসন। তারা। প্রায় ৬ শতাংশ ভোট পেতে পারে বলে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা আভাস।

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ ২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ১০ শতাংশ ভোট। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪০ শতাংশ ভোট। সেই নিরিখে এবার বিজেপি তাদের ভোট শতাংশ বহুগুণ বাড়াতে সমর্থ হচ্ছে। ঠিক ততটাই কমছে বাম-কংগ্রেসের। তৃণমূল কমছে ২ শতাংশ।

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ ২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ১০ শতাংশ ভোট। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪০ শতাংশ ভোট। সেই নিরিখে এবার বিজেপি তাদের ভোট শতাংশ বহুগুণ বাড়াতে সমর্থ হচ্ছে। ঠিক ততটাই কমছে বাম-কংগ্রেসের। তৃণমূল কমছে ২ শতাংশ।

২০১৯-এর নিরিখে ২০২১-এর ভোট শতাংশ আর ২০১৯-এর লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৩.৬৯ শতাংশ। আর বিজেপি পেয়েছিল ৪০.৬৪ শতাংশ ভোট। বাম-কংগ্রেস মিলিত ভাবে পেয়েছিল ১২ শতাংশ ভোট। সেই নিরিখে সি ভোটারের সমীক্ষায় আভাস বিজেপি ও তৃণমূলের ভোট শতাংশ কমছে। বিজেপির কমছে প্রায় ২.৬৪ শতাংশ। আর তৃণমূলের ০.৬৯ শতাংশ। বাম-কংগ্রেসের ভোট বাড়ছে ১ শতাংশ।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

নিউজ লাইট ৭১