ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হুবহু ঐশ্বরিয়ার দেখা মিলল পাকিস্তানে!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 106

এক ঝলক দেখলে মনে হবে আপনি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখছেন। কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন না তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া নন, এমনকি কোনো ভারতীয় নারীও নন। তিনি পাকিস্তানের ‘বিউটি ব্লগার’ আমনা ইমরান।

আমনা ইমরানকে দেখে চমকে গিয়েছিলেন নেটাগরিকরা। সাথে সাথে ভাইরাল হয়ে যায় আমনার ছবি।  মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে যায় আমনার ছবিগুলির কমেন্ট বক্স।

কেউ কেউ আমনার দিকে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। দাবি জানাচ্ছেন, ঐশ্বর্যকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাঁকে ঐশ্বর্যর চাইতেও সুন্দর বলছেন।

তবে ঐশ্বর্যকে নকল করার দাবি সত্যি প্রমানিত হয় আমনার নেট-পাড়া ঘুরলে। আমনা আসলেও ঐশ্বরিয়াকে অনুসরণ করেন। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বর্য ঠিক যেমনটি সেজেছিলেন, তেমনই লাগছে তাঁকে। এ ছাড়াও ঐশ্বর্য রাইয়ের ‘মহব্বতে’ সিনেমার একটি গানে ঠোঁট মিলিয়ে রিল ভিডিও করেছেন আমনা।

এর আগেও ঐশ্বরিয়ার মতোন আর এক অভিনেত্রীকে দেখা গিয়েছিল বলিউডে। সালমানের বিপরীতে ‘লাকি, নো টাইম ফর লাভ’সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়ার মতোন দেখতে স্নেহা উলাল। 

এখন নেটমাধ্যমের যুগে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই তাঁর মতো দেখতে এক যুবকের (সচিন তিওয়ারি) খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা। সচিনের একাধিক টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সে ভাবেই এ বার সামনে এলেন ঐশ্বরিয়ার মতো দেখতে আমনা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হুবহু ঐশ্বরিয়ার দেখা মিলল পাকিস্তানে!

আপডেট টাইম : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

এক ঝলক দেখলে মনে হবে আপনি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখছেন। কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন না তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া নন, এমনকি কোনো ভারতীয় নারীও নন। তিনি পাকিস্তানের ‘বিউটি ব্লগার’ আমনা ইমরান।

আমনা ইমরানকে দেখে চমকে গিয়েছিলেন নেটাগরিকরা। সাথে সাথে ভাইরাল হয়ে যায় আমনার ছবি।  মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে যায় আমনার ছবিগুলির কমেন্ট বক্স।

কেউ কেউ আমনার দিকে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। দাবি জানাচ্ছেন, ঐশ্বর্যকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাঁকে ঐশ্বর্যর চাইতেও সুন্দর বলছেন।

তবে ঐশ্বর্যকে নকল করার দাবি সত্যি প্রমানিত হয় আমনার নেট-পাড়া ঘুরলে। আমনা আসলেও ঐশ্বরিয়াকে অনুসরণ করেন। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বর্য ঠিক যেমনটি সেজেছিলেন, তেমনই লাগছে তাঁকে। এ ছাড়াও ঐশ্বর্য রাইয়ের ‘মহব্বতে’ সিনেমার একটি গানে ঠোঁট মিলিয়ে রিল ভিডিও করেছেন আমনা।

এর আগেও ঐশ্বরিয়ার মতোন আর এক অভিনেত্রীকে দেখা গিয়েছিল বলিউডে। সালমানের বিপরীতে ‘লাকি, নো টাইম ফর লাভ’সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়ার মতোন দেখতে স্নেহা উলাল। 

এখন নেটমাধ্যমের যুগে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই তাঁর মতো দেখতে এক যুবকের (সচিন তিওয়ারি) খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা। সচিনের একাধিক টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সে ভাবেই এ বার সামনে এলেন ঐশ্বরিয়ার মতো দেখতে আমনা।

নিউজ লাইট ৭১