শিরোনাম :
প্রথমবারের মতো পর্যটকদের জন্য চালু হলো
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / 79
কক্সবাজারে প্রথমবারের মতো পর্যটকদের জন্য চালু হলো হ্যালিকপ্টার রাইড। আকাশ থেকে সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখতে চাইলে হ্যালিকপ্টারে চড়তে পারেন আপনিও।
এতে ৪ জনের সেটাপে ১৫ মিনিটের জন্য মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৯৯৯ টাকা, জনপ্রতি মাত্র প্রায় ৩৭৫০ টাকা।
কক্সবাজারের ইনানীর রয়েল টিউলিপ হোটেল (Royal Tulip Cox’s Bazar Bangladesh) থেকে অনলাইনে বুকিং করা যায় অথবা সরাসরি এসেও বুকিং করা যায়।
এই যাত্রায় উপভোগ করা যাবে রয়েল টিউলিপের হ্যালিপ্যাড থেকে ৫০০ ফিট উপরে কক্সবাজারের মেরিন ড্রাইভ, হিমছড়ি পাহাড়, ইনানী বিচের সৌন্দর্য।
নিউজ লাইট ৭১
Tag :