এক ছবিতে শাহরুখ-সালমান
- আপডেট টাইম : ০৬:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / 91
গেল বছরের নভেম্বরে শুরু হয়েছিলো যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমার শুটিং। সেসময় শুটিংয়ে অংশ নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেইসাথে ছিলেন দীপিকা পাডুকোনও।
গতকাল থেকে শুরু হয়েছে ছবিটির তৃতীয় লটের শুটিং। এবার শুট হচ্ছে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে। এবার এতে অংশ নিচ্ছেন শাহরুখ খান ও সালমান খান।
ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।
অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘পাঠান’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। আগামী ৬ মার্চের মধ্যেই ছবিটির শুটিং শেষ করে মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি ’ সিনেমার শুটিং শুরু করবেন সালমান। এটিরও শুট হবে মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে। এতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের শুরুতে আর ‘টাইগার থ্রি ’ মুক্তি পাবে ২০২২ সালের ঈদে।
নিউজ লাইট ৭১