বাংলা দখল করা এত সহজ
- আপডেট টাইম : ০৬:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / 102
বাংলা দখল করা এত সহজ হবে না। পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে খেলা হবে। আর সেই খেলায় একবার যদি বিজেপিকে হারিয়ে দিতে পারেন, তাহলে ভারত থেকে ওদের সরানো যাবে। এভাবেই এবার বিজেপির বিরুদ্ধে রাগ ঝাড়লেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার সাহাগঞ্জ ডানপের মাঠে দাঁড়িয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে আক্রমনাত্নক বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, ওরা আমাদের বলছে তোলবাজ। আমি বলি, আমরা তেলবাজ না। আপনারা দেশের সেল, রেল, সব বিক্রি করে দিচ্ছেন। নোটবন্দির টাকা কোথায় গেলো? আপনারা তো ভারতের সব বিক্রি করে কাটমানি খাচ্ছেন। আবার মুখে বড় বড় কথা বলছেন!
মমতা বলেন, আজ গোটা ভারতকে একটা রাবন আর একটা দানব চালাচ্ছে। ব্যাংক বন্ধ করে দিচ্ছে। জীবন বীমার ৭৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে। তবে এটা মনে রাখবেন, বাংলা বিক্রি করা যাবে না। বাংলাকে গুজরাট, হরিয়ানা শাসন করবে না। ভোটের আগে সব হাতকাটারা বাংলায় এসে হাজির হয়েছে। ভারতের মধ্যে সবথেকে দুর্নীতিপরায়ণ দল হলো বিজেপি। ওখানে নারীদের সম্মান নেই। ওরা আমাকে ভয় পায়। কারন ওরা জানে আমাকে ভয় দেখিয়ে কিছু হবে না। আমাদের কয়জনকে গ্রেফতার করবে? জেল ভেঙে বেরিয়ে আসবে সবাই।
বিজেপিকে কটাক্ষ করে বলেন, ভোটের আগে এসে ওরা বাঙ্গাল লে লেঙ্গে, বাঙ্গাল লে লেঙ্গে বলে লাফাচ্ছে, কিন্ত জেনে রাখবেন, বাংলা নেওয়া এত সোজা নয়।
নিউজ লাইট ৭১