বোমাসদৃশ বস্তুসহ সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি আটক
- আপডেট টাইম : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / 76
রাজধানীর পল্টনে বোমাসদৃশ বস্তুসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বোতল ও ব্যাটারিসহ স্কচটেপ মোড়ানো ওই বস্তুটি উদ্ধারসহ তাকে আটক করা হয়।
পরে খবর পেয়ে সেটি নিষ্ক্রিয় করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়।
আটক সাইফুল ইসলাম পুলিশের কাছে দাবি করেন, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়ার নাজিরপুরে।
ডিবির মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই ব্যক্তি বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের একটি জুয়েলার্সে যান। এসময় তিনি ৩ ভরি ওজনের দুটি হাতের চুড়ি দেখেন। একপর্যায়ে দাম না দিয়েই ব্যাগে ঢোকান। দোকানদার তখন দাম চাইলে তিনি বোমাসদৃশ বস্তুটি বের করে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেন।
পরে আশপাশের লোকজন বোতল ও ব্যাটারিসহ স্কচটেপ মোড়ানো ওই বস্তুটিসহ তাকে আটক করে পুলিশে দেন।
আতিকুল ইসলাম বলেন, ওই ব্যক্তি নিজের পরিচয় সম্পর্কে যেসব তথ্য দিয়েছেন, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে তার উদ্দেশ্য কী ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি পল্টন থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আমরা একজনকে আটক করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে সে স্বর্ণের দোকানে ছিনতাই করতে এসেছিল। ওই বস্তুটি আসলেই বোমা কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নিউজ লাইট ৭১