ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / 79

দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

রোববার ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় নব-নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুল রহমান। এসময় দূতাবাস কর্মকর্তা ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

পরে দক্ষিণ আফ্রিকায় আবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রবাসীরা একে একে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান দুতাবাস কর্মকর্তারা। পরে উন্মুক্ত আলোচনায় উপস্থিত প্রবাসীদের মধ্যে থেকে কয়েকজন ভাষা শহীদদের অবদানের কথা তুলে ধরে বক্তৃতা করেন।

সমাপনী পর্বে শিশু-কিশোরদের হাতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের ছবি সম্বলিত মগ তুলে দেন হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

রোববার ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় নব-নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুল রহমান। এসময় দূতাবাস কর্মকর্তা ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

পরে দক্ষিণ আফ্রিকায় আবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রবাসীরা একে একে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান দুতাবাস কর্মকর্তারা। পরে উন্মুক্ত আলোচনায় উপস্থিত প্রবাসীদের মধ্যে থেকে কয়েকজন ভাষা শহীদদের অবদানের কথা তুলে ধরে বক্তৃতা করেন।

সমাপনী পর্বে শিশু-কিশোরদের হাতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের ছবি সম্বলিত মগ তুলে দেন হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান।

নিউজ লাইট ৭১