ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলায় এসএমএস পাঠাতে খরচ ২৫ পয়সা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / 93

একুশের প্রথম প্রহর থেকে মোবাইলে বাংলায় এসএমএস পাঠাতে খরচ ২৫ পয়সা পড়বে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, সর্বস্তরে বাংলা ও প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে এবং সমৃদ্ধ করতে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএসের মূল্য ২৫ পয়সা করেছে সরকার। 

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এক ওয়েবিনারে এসব তথ্য জানান তিনি। 

তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এ ওয়েবিনারের আয়োজন করে। 

মন্ত্রী বলেন, আমরা প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধিতে কয়েক বছর হতেই কাজ করছি। প্রযুক্তির এই সময়ে যদি ওয়েব প্ল্যাটফর্মে বাংলাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে পিছিয়ে যাব।

ওয়েবিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীতে ভাষার জন্য কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার নজির একমাত্র বাংলাদেশেরই আছে। তাই নিজের ভাষা নিয়ে কাজ করতে আমাদের আরো সক্রিয় হতে হবে।

টিএমজিবির আহ্বায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় ‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ বিষয়ক এ ওয়েবিনারে জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যানসহ তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের নেতারা উপস্থিত ছিলেন।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুমন আহম্মেদ সাবির।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলায় এসএমএস পাঠাতে খরচ ২৫ পয়সা

আপডেট টাইম : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

একুশের প্রথম প্রহর থেকে মোবাইলে বাংলায় এসএমএস পাঠাতে খরচ ২৫ পয়সা পড়বে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, সর্বস্তরে বাংলা ও প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে এবং সমৃদ্ধ করতে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএসের মূল্য ২৫ পয়সা করেছে সরকার। 

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এক ওয়েবিনারে এসব তথ্য জানান তিনি। 

তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এ ওয়েবিনারের আয়োজন করে। 

মন্ত্রী বলেন, আমরা প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধিতে কয়েক বছর হতেই কাজ করছি। প্রযুক্তির এই সময়ে যদি ওয়েব প্ল্যাটফর্মে বাংলাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে পিছিয়ে যাব।

ওয়েবিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীতে ভাষার জন্য কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার নজির একমাত্র বাংলাদেশেরই আছে। তাই নিজের ভাষা নিয়ে কাজ করতে আমাদের আরো সক্রিয় হতে হবে।

টিএমজিবির আহ্বায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় ‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ বিষয়ক এ ওয়েবিনারে জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যানসহ তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের নেতারা উপস্থিত ছিলেন।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুমন আহম্মেদ সাবির।

নিউজ লাইট ৭১