লাল তালিকাভুক্ত দেশ
- আপডেট টাইম : ০৬:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / 82
ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, লাল তালিকাভুক্ত দেশ থেকে আসা চার জন বিমান যাত্রী তথ্য গোপন বা ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। বার্মিংহাম বিমানবন্দর কর্মকর্তারা যাত্রীদেরকে বের হতে দেয়নি।
ওয়েস্ট মিডল্যান্ডস স্ট্র্যাটেজিক পুলিশিং অ্যান্ড ক্রাইম বোর্ডের এক সভায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গেলো সোমবার থেকে নিয়ম কার্যকর হওয়া চারজন যাত্রীকে জরিমানা করা হয়েছে।
অস্থায়ী সহকারী চীফ কনস্টেবল ক্রিস টড বলেছেন, একই সময়সীমায় বিমানবন্দরে ছয়জন যাত্রী পেয়েছেন যারা একটি লাল তালিকা দেশ থেকে ভ্রমণের ঘোষণা দিয়েছেন। তাদেরকে কোয়ারান্টাইনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
এই অপরাধীদের তাদের রুট লুকানোর চেষ্টা করেছে কিন্তু তা কাজ করেনি।
তবে লাল তালিকা ভুক্ত কোনো দেশ থেকে তারা ভ্রমণ করেছেন তা জানা যায়নি। নতুন নিয়ম অনুযায়ী পর্তুগাল, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাসহ ৩৩টি “লাল তালিকা” দেশ থেকে ইংল্যান্ডে আসলে সরকার নির্ধারিত হোটেলে ১০ দিনের কোয়ারান্টাইনের বাধ্যতামূলক।
৫ হাজার পাউন্ড থেকে ১০ হাজার পাউন্ড জরিমানা দিতে কেউ ব্যর্থ হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এই নিয়মের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যে করোনাভাইরাস ভ্যারিয়েন্টে প্রবেশ বন্ধ করা।
বার্মিংহামে মাত্র চারটি ফ্লাইট এসেছে, যার মধ্যে ইস্তাম্বুল থেকে প্রায় ১০০ জন যাত্রী রয়েছে, যাদের মধ্যে কয়েকজন লাল তালিকার দেশ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্য চারটি বিমানবন্দর যেখানে কোয়ারান্টাইন হোটেলের অতিথিরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে তার মধ্যে রয়েছে হিথ্রো, গ্যাটউইক, লন্ডন সিটি এবং এবং ফার্নবরো।
নিউজ লাইট ৭১