আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
- আপডেট টাইম : ০৬:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / 95
বাংলা ভাষায় এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠালে আগের চেয়ে অর্ধেক খরচে হবে গ্রাহকের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ সেবাটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শনিবার এ সেবার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বিটিআরসি এর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ছালেহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিটিআরসি সূত্র জানায়, এখন পর্যন্ত গ্রাহকদের প্রতিটি এসএমএস পাঠাতে খরচ হয় ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)। কাল থেকে কার্ক্রমটি উদ্বোধন হলে বাংলায় এসএমএস এ খরচ পড়বে ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)।
আগামী ২০ ফেব্রুয়ারি এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ কমিশনের সব কমিশনার, মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা। বিকেল চারটার দিকে বিটিআরসি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৫ আগস্ট থেকে প্রতিটি এসএমএস এ খরচ নির্ধারণ করা হয় ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)।
নিউজ লাইট ৭১