ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 88

দেশের খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৩৫ টাকা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

এর আগে বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন জানিয়েছিলেন, ভোজ্যতেলের যৌক্তিক মূল্য নির্ধারণের জন্য কমিটি কাজ প্রায় শেষ করেছে। দু’এক দিনের মধ্যে বাণিজ্যমন্ত্রীকে নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে তেলের যৌক্তিক মূল্য ঘোষণা করা হবে।

ওইসময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ হয়েছে। এতে ব্যবসায়ীদের কিছু বলা সম্ভব হচ্ছে না। কারণ সয়াবিন তেল পুরোটাই বিদেশ থেকে আনা হয়। এ নিয়ে বেশি কথা বলা যায় না। 

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার তো নিয়ন্ত্রণ করা যায় না। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম দ্বিগুণ হলেও দেশের বাজারে এখন দাম দ্বিগুণ হয়নি।

জাফর উদ্দিন জানান, এখন সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজার, স্থানীয় বাজার মূল্য, চাহিদা ও সরবরাহ ইত্যাদির একটা ফর্মুলা প্রয়োগ করে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে

আপডেট টাইম : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

দেশের খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৩৫ টাকা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

এর আগে বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন জানিয়েছিলেন, ভোজ্যতেলের যৌক্তিক মূল্য নির্ধারণের জন্য কমিটি কাজ প্রায় শেষ করেছে। দু’এক দিনের মধ্যে বাণিজ্যমন্ত্রীকে নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে তেলের যৌক্তিক মূল্য ঘোষণা করা হবে।

ওইসময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ হয়েছে। এতে ব্যবসায়ীদের কিছু বলা সম্ভব হচ্ছে না। কারণ সয়াবিন তেল পুরোটাই বিদেশ থেকে আনা হয়। এ নিয়ে বেশি কথা বলা যায় না। 

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার তো নিয়ন্ত্রণ করা যায় না। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম দ্বিগুণ হলেও দেশের বাজারে এখন দাম দ্বিগুণ হয়নি।

জাফর উদ্দিন জানান, এখন সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজার, স্থানীয় বাজার মূল্য, চাহিদা ও সরবরাহ ইত্যাদির একটা ফর্মুলা প্রয়োগ করে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে।

নিউজ লাইট ৭১