ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফের ক্ষমতায় আসছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 77

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর বিধানসভার এই নির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজ্যজুড়ে মাঠে নেমে পড়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস ও বাম দল। যদিও এখনো রাজ্যব্যাপী লড়াই চলছে করোনার বিরুদ্ধে; করোনাকে হটানোর জন্য।

কিন্তু সমীক্ষা সংস্থা সিএনএক্স ও এবিপি-আনন্দ এই বিধানসভার নির্বাচন নিয়ে আগাম এক জনমত সমীক্ষা চালিয়েছে। আর সেই সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হলে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে পারে। তবে প্রচণ্ড লড়াই করেই জিততে হবে তৃণমূলকে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিজেপি।

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় এখন ক্ষমতায় রয়েছে তৃণমূল। ২০১৬ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২১১টি আসন। সেবার বিজেপি পেয়েছিলো মাত্র ৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিলো ৭৭টি আসন।

ওই সময় বাম-কংগ্রেস বাংলার প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছিলো। এবারে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে তাতে রাজ্যের প্রধান বিরোধী শক্তির তকমা বাম-কংগ্রেস হারাতে পারে বলেও রাজনৈতিক মহলের ধারণা।

এখন পর্যন্ত উঠে আসা বিভিন্ন সমীক্ষা মতে, পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তবে ক্ষমতায় আসলেও এবারে তৃণমূলের আসন সংখ্যা যে বিপুল পরিমাণে হ্রাস পাবে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে সমীক্ষক সংস্থাগুলি।

‘সি’ ভোটারের সমীক্ষা মতে, একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫৪ থেকে ১৬২ আসন। যা সহজেই ম্যাজিক ফিগার পার করে ফেলবে। সেখানে দাঁড়িয়ে বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৬ আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২৬ থেকে ৩৪ আসন আর অন্যান্যরা পেতে পারে দুই থেকে ছয়টি আসন।

অন্যদিকে সিএনএক্সের সমীক্ষা মতে, তৃণমূল পেতে পারে ১৪৬ থেকে ১৫৬ আসন। বিজেপি ১১৩ থেকে ১২১ আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২০ থেকে ২৮ আসন। আর অন্যান্যরা পেতে পারে এক থেকে তিনটি আসন।

স্বাভাবিকভাবেই এই সমীক্ষা মতে একটা জিনিস বেশ স্পষ্ট এবারের নির্বাচনে বাংলায় জোর কামড় বসাতে চলেছে বিজেপি। তবে রাজনৈতিক মহলের ধারনা, আসল চিত্রটা বোঝা যাবে ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই। যেভাবে বাংলার বুকে গেরুয়া বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে তাতে তারা আগামী দিনে আরো বড়ো কোনো ম্যাজিক দেখালেও অবাক হওয়ার কিছু থাকবে না।

কারণ সমীক্ষা যতো এগোচ্ছে ততোই কিন্তু পদ্মশিবিরের বাড়বাড়ন্ত ঘটতে দেখা যাচ্ছে। এর আগে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছিলো, তৃণমূল কংগ্রেস ১৬০ থেকে ১৮০টি আসনের কাছাকাছি ছিলো। সেক্ষেত্রে বিজেপি ছিলো ৮০ থেকে ৯০ আসনের মধ্যে।

কিন্ত গত একমাসেই সেই চিত্র পাল্টে গেছে। ফলে ভোটের আগে এই সমীক্ষার চিত্র কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। অন্যদিকে, এবারেই প্রথম বাংলার ভোটে নতুন দল হিসাবে ময়দানে নামছে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারা আসাদুদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে জোট বেঁধে সম্ভবত ভোটের ময়দানে নামবে।

সমীক্ষা মতে, একুশের বিধানসভা ভোটে পশ্চিমবাংলার মাটিতে সেই অর্থে কামড় বসাতে পারবে না তারা। সমীক্ষার হিসেব বলছে, তারা পেতে পারে এক থেকে তিনটি আসন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ফের ক্ষমতায় আসছে

আপডেট টাইম : ০৬:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর বিধানসভার এই নির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজ্যজুড়ে মাঠে নেমে পড়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস ও বাম দল। যদিও এখনো রাজ্যব্যাপী লড়াই চলছে করোনার বিরুদ্ধে; করোনাকে হটানোর জন্য।

কিন্তু সমীক্ষা সংস্থা সিএনএক্স ও এবিপি-আনন্দ এই বিধানসভার নির্বাচন নিয়ে আগাম এক জনমত সমীক্ষা চালিয়েছে। আর সেই সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হলে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে পারে। তবে প্রচণ্ড লড়াই করেই জিততে হবে তৃণমূলকে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিজেপি।

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় এখন ক্ষমতায় রয়েছে তৃণমূল। ২০১৬ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২১১টি আসন। সেবার বিজেপি পেয়েছিলো মাত্র ৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিলো ৭৭টি আসন।

ওই সময় বাম-কংগ্রেস বাংলার প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছিলো। এবারে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে তাতে রাজ্যের প্রধান বিরোধী শক্তির তকমা বাম-কংগ্রেস হারাতে পারে বলেও রাজনৈতিক মহলের ধারণা।

এখন পর্যন্ত উঠে আসা বিভিন্ন সমীক্ষা মতে, পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তবে ক্ষমতায় আসলেও এবারে তৃণমূলের আসন সংখ্যা যে বিপুল পরিমাণে হ্রাস পাবে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে সমীক্ষক সংস্থাগুলি।

‘সি’ ভোটারের সমীক্ষা মতে, একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫৪ থেকে ১৬২ আসন। যা সহজেই ম্যাজিক ফিগার পার করে ফেলবে। সেখানে দাঁড়িয়ে বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৬ আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২৬ থেকে ৩৪ আসন আর অন্যান্যরা পেতে পারে দুই থেকে ছয়টি আসন।

অন্যদিকে সিএনএক্সের সমীক্ষা মতে, তৃণমূল পেতে পারে ১৪৬ থেকে ১৫৬ আসন। বিজেপি ১১৩ থেকে ১২১ আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২০ থেকে ২৮ আসন। আর অন্যান্যরা পেতে পারে এক থেকে তিনটি আসন।

স্বাভাবিকভাবেই এই সমীক্ষা মতে একটা জিনিস বেশ স্পষ্ট এবারের নির্বাচনে বাংলায় জোর কামড় বসাতে চলেছে বিজেপি। তবে রাজনৈতিক মহলের ধারনা, আসল চিত্রটা বোঝা যাবে ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই। যেভাবে বাংলার বুকে গেরুয়া বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে তাতে তারা আগামী দিনে আরো বড়ো কোনো ম্যাজিক দেখালেও অবাক হওয়ার কিছু থাকবে না।

কারণ সমীক্ষা যতো এগোচ্ছে ততোই কিন্তু পদ্মশিবিরের বাড়বাড়ন্ত ঘটতে দেখা যাচ্ছে। এর আগে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছিলো, তৃণমূল কংগ্রেস ১৬০ থেকে ১৮০টি আসনের কাছাকাছি ছিলো। সেক্ষেত্রে বিজেপি ছিলো ৮০ থেকে ৯০ আসনের মধ্যে।

কিন্ত গত একমাসেই সেই চিত্র পাল্টে গেছে। ফলে ভোটের আগে এই সমীক্ষার চিত্র কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। অন্যদিকে, এবারেই প্রথম বাংলার ভোটে নতুন দল হিসাবে ময়দানে নামছে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারা আসাদুদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে জোট বেঁধে সম্ভবত ভোটের ময়দানে নামবে।

সমীক্ষা মতে, একুশের বিধানসভা ভোটে পশ্চিমবাংলার মাটিতে সেই অর্থে কামড় বসাতে পারবে না তারা। সমীক্ষার হিসেব বলছে, তারা পেতে পারে এক থেকে তিনটি আসন।

নিউজ লাইট ৭১