সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন
- আপডেট টাইম : ০৬:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / 82
সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এফ ৬২। এই ফোনে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
দুইটি ভার্সনে আন্তর্জাতিক বাজারে গ্যালাক্সি এফ ২ মডেল পাওয়া যাচ্ছে। একটিতে রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। ভারতে মডেল দুইটির দাম যথাক্রমে ২৩ হাজার ৯৯৯ রুপি এবং ২৫ হাজার ৯৯৯ রুপি।
এফ সিরিজের এই নয়া মডেলের তিনটি কালার ভ্যারিয়েন্টস রয়েছে, লেজার গ্রিন, লেজার ব্লু এবং লেজার গ্রে।
স্যামসাং গ্যালাক্সি এফ ৬২ মডেলে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে এইচডি প্লাস রেজিউলিশন পাওয়া যাবে। এই ডিসপ্লেতে ইনফিনিটি ও কাটআউট দেওয়া হয়েছে।
ফোনটি অ্যানড্রয়েড ১১ বেসড ওয়ান ইউজার ৩.১ আউট অব দ্য বক্স দ্বারা চালিত।
ডিভাইসটিতে ৭ এনএমের এক্সিনোস ৯৮২৫ মডেলের প্রসেসর ব্যবহৃত হয়েছে। কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং আর একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ লেন্স।
নিউজ লাইট ৭১