আল জাজিরা সম্প্রচার বন্ধের দাবি
- আপডেট টাইম : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / 77
আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শীর্ষক প্রতিবেদনটিকে রাজনৈতিক বিদ্বেষপূর্ণ অভিযুক্ত করে এর সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।
বুধবার সিডনিতে নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সিমুন ফারুক রবিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এবং সোমবার দেশটির কাতার দূতাবাসে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন।
সিমুন ফারুক রবিন বলেন, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সিডনিতে অবস্থিত আল জাজিরার নতুন কার্যালয় এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত পৃথক বিক্ষোভ সমাবেশে আমরা অস্ট্রেলিয়াতে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছি।
নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হকের উপস্থাপনায় এতে বক্তব্য দেন অস্ট্রেলিয়া কৃষকলীগের সভাপতি শাহ আলম, উপদেষ্টা সাব্বির ফেরদৌস শাওন, সহ সভাপতি তানভির কেনেডি, মইনুল মল্লিক, নূর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক রিয়াসাদ হাসান, তাহমিদুন নূর, দপ্তর সম্পাদক মাসফি রহমান, নির্বাহী সদস্য আহমেদ হাসান উমায়ের ও মোহাম্মদ হাসান উসায়েদ। সমাবেশে অংশ নেন আবদুর রহিম বাবু ও আবু বকর।
নিউজ লাইট ৭১