ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবাসন ব্যবসার নামে এমএলএম ব্যবসা চালু করে প্রতারণা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 101

আবাসন ব্যবসার নামে এমএলএম ব্যবসা চালু করে প্রতারণা করে অন্তত ৫৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। রাজধানীর উত্তরা এলাকা থেকে প্রতারক এ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশিক ঘোষ অসিত, কাজী নুরুল ইসলাম, শাহ নেওয়াজ শামীম, মো. জহিরুল হক, মীর মো. নুরুল ইসলাম ও মো. মামুন মিয়া।

এ সময় ২২০৯ জন গ্রাহকের টাকা জমার রসিদ ও লভ্যাংশের ফাইল, ২৫০টি মানি রিসিট এবং ৪৩ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের জমাকৃত টাকা ফেরত নেয়ার জন্য করা আবেদনপত্রের কপি জব্দ করা হয়। এই চক্রটি এক লাখ টাকা লগ্নিতে দুই বছরে দ্বিগুণ টাকা লাভ দেবে বলে গ্রাহক সংগ্রহ করত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

এ বিষয়ে ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, উত্তরা পূর্ব এলাকায় সেবা আইডিয়াল অ্যান্ড লিভিং লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। তারা ওই প্রতিষ্ঠানের আড়ালে এমএলএম ব্যবসা চালু করে দুই বছরে দ্বিগুণ মুনাফার লোভে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

সিআইডির এই কর্মকর্তা আরো বলেন, এই চক্রটি ২২০৯ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৫৭ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়।

তিনি বলেন, এই চক্রটির নিজস্ব কোনো জমি নেই। তারা সিলসিটির একটি ব্রোশিয়ার দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। পরে তাদের দ্বিগুণ টাকার লাভ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করতো।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহের মহেশপুর এলাকার ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নাসির উদ্দিন বলেন, আমার এক আত্মীয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানে আসি। তারা আমার কাছ থেকে দুই লাখ টাকা নেয় প্রতিমাসে সাড়ে আট হাজার টাকা লাভ দেবে বলে। পরে তারা আমাকে কোনো টাকা দেয়নি। ফলে আমি তাদের অফিসে আত্মহত্যা করতে গিয়েছিলাম। আমি ন্যায় বিচার চাই। যাতে আমার মতো আর কাউকে এমন অবস্থায় পড়তে না হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আবাসন ব্যবসার নামে এমএলএম ব্যবসা চালু করে প্রতারণা

আপডেট টাইম : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

আবাসন ব্যবসার নামে এমএলএম ব্যবসা চালু করে প্রতারণা করে অন্তত ৫৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। রাজধানীর উত্তরা এলাকা থেকে প্রতারক এ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশিক ঘোষ অসিত, কাজী নুরুল ইসলাম, শাহ নেওয়াজ শামীম, মো. জহিরুল হক, মীর মো. নুরুল ইসলাম ও মো. মামুন মিয়া।

এ সময় ২২০৯ জন গ্রাহকের টাকা জমার রসিদ ও লভ্যাংশের ফাইল, ২৫০টি মানি রিসিট এবং ৪৩ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের জমাকৃত টাকা ফেরত নেয়ার জন্য করা আবেদনপত্রের কপি জব্দ করা হয়। এই চক্রটি এক লাখ টাকা লগ্নিতে দুই বছরে দ্বিগুণ টাকা লাভ দেবে বলে গ্রাহক সংগ্রহ করত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

এ বিষয়ে ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, উত্তরা পূর্ব এলাকায় সেবা আইডিয়াল অ্যান্ড লিভিং লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। তারা ওই প্রতিষ্ঠানের আড়ালে এমএলএম ব্যবসা চালু করে দুই বছরে দ্বিগুণ মুনাফার লোভে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

সিআইডির এই কর্মকর্তা আরো বলেন, এই চক্রটি ২২০৯ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৫৭ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়।

তিনি বলেন, এই চক্রটির নিজস্ব কোনো জমি নেই। তারা সিলসিটির একটি ব্রোশিয়ার দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। পরে তাদের দ্বিগুণ টাকার লাভ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করতো।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহের মহেশপুর এলাকার ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নাসির উদ্দিন বলেন, আমার এক আত্মীয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানে আসি। তারা আমার কাছ থেকে দুই লাখ টাকা নেয় প্রতিমাসে সাড়ে আট হাজার টাকা লাভ দেবে বলে। পরে তারা আমাকে কোনো টাকা দেয়নি। ফলে আমি তাদের অফিসে আত্মহত্যা করতে গিয়েছিলাম। আমি ন্যায় বিচার চাই। যাতে আমার মতো আর কাউকে এমন অবস্থায় পড়তে না হয়।

নিউজ লাইট ৭১