সুবিধাজনক অবস্থায় আছে ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট টাইম : ০৭:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / 78
বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে সিরিজে সুবিধাজনক অবস্থায় আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে বাঁ পায়ের উরুতে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিসিবি থেকে জানানো হয়েছে, এবারের চোটের সঙ্গে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া কুঁচকির চোটের কোনো মিল নেই। সাকিব এবার নতুন করে বাম ঊরুতে ব্যথা পেয়েছেন। যে কারণে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান ও বল হাতে ৬ ওভার করার পর ছিটকে যান তিনি।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য দুই দল ফিরে এসেছে রাজধানী ঢাকায়। করোনা প্রটোকলের কারণে দুই দলই একসঙ্গে হোটেল সোনারগাঁওয়ে বায়ো সিকিউর বাবলে প্রবেশ করেছে। কিন্তু সাকিব চলে যান নিজের বাসায়।
উইন্ডিজের হেড কোচ ফিল সিমন্সের মতে, এমনিতেই প্রথম ম্যাচে হারের হতাশা, তার ওপর এখন সাকিবের না থাকা নিঃসন্দেহে দ্বিতীয় ম্যাচে বেশ পিছিয়ে দেবে বাংলাদেশ দলকে। সাকিবের অনুপস্থিতি তার দলকে বাড়তি কোনো সুবিধা দেবে না। বরং অন্য কেউ ঠিকই সাকিবের অভাবপূরণ করবে।
ফিল সিমন্সের ভাষ্য, সাকিবের না থাকা আমাদের সুবিধা দেবে না। হ্যাঁ! সে অবশ্যই বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। কিন্তু তাদের অনেকজন স্পিনার ও ব্যাটসম্যান আছে যারা এখানে স্পিন করতে পারে। তারা নিশ্চিতভাবেই কাউকে খুঁজে নেবে, যে সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে পারবে না।’
ক্যারিবীয় হেড কোচ আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজের মানুষের জন্য এটা অনেক বড় বিষয়। এমন একটা সময় এই জয়ের মানে হলো সারাবিশ্বের সকল ওয়েস্ট ইন্ডিয়ানদের আমরা আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছি। তাদেরকে আমরা অন্ধকারের মাঝে খানিক আলো দিতে পেরেছি।
নিউজ লাইট ৭১