ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহানগর আদালতে সম্রাট-খালেদ-শামীমের মামলা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • / 95

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ও আলোচিত ঠিকাদার জিকে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার চার্জশিট মহানগর দায়রা জজ আদালতে এসে পৌঁছেছে।

আসামিদের উপস্থিতিতে তিন মামলার চার্জশিট গ্রহণের জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ। আদালতের সেরেস্তাদার রাশেদ মঙ্গলবার (১৩ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ৬ নভেম্বর রমনা থানায় অস্ত্র আইনে করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দেয় র‌্যাব। ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

মামলার চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সম্রাটের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি লাইসেন্সবিহীন অস্ত্র নিজ হেফাজতে ও নিয়ন্ত্রণে রাখায় তার বিরুদ্ধে আনা অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। তার সঙ্গে আরমানকেও গ্রেফতার করা হয়।

এদিকে ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গুলশানের অস্ত্র মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।

ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর গুলশান থেকে ক্লাবের সভাপতি খালেদকে গ্রেফতার করে র‌্যাব।

অন্যদিকে গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে গুলশান থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় জিকে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

জিকে শামীমের সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার‌্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জিকে শামীম।

Tag :

শেয়ার করুন

মহানগর আদালতে সম্রাট-খালেদ-শামীমের মামলা

আপডেট টাইম : ১২:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ও আলোচিত ঠিকাদার জিকে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার চার্জশিট মহানগর দায়রা জজ আদালতে এসে পৌঁছেছে।

আসামিদের উপস্থিতিতে তিন মামলার চার্জশিট গ্রহণের জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ। আদালতের সেরেস্তাদার রাশেদ মঙ্গলবার (১৩ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ৬ নভেম্বর রমনা থানায় অস্ত্র আইনে করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দেয় র‌্যাব। ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

মামলার চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সম্রাটের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি লাইসেন্সবিহীন অস্ত্র নিজ হেফাজতে ও নিয়ন্ত্রণে রাখায় তার বিরুদ্ধে আনা অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। তার সঙ্গে আরমানকেও গ্রেফতার করা হয়।

এদিকে ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গুলশানের অস্ত্র মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।

ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর গুলশান থেকে ক্লাবের সভাপতি খালেদকে গ্রেফতার করে র‌্যাব।

অন্যদিকে গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে গুলশান থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় জিকে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

জিকে শামীমের সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার‌্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জিকে শামীম।