ফিরেছে বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেট দল
- আপডেট টাইম : ০৫:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / 78
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩ উইকেটে উইন্ডিজের কাছে হেরেছে টাইগাররা। সিরিজের শেষ টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছে বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেট দল।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম টেস্ট খেলতে দুই সপ্তাহ আগে চট্টগ্রাম যায় দু’দল। তৃতীয় ওয়ানডে বাংলাদেশ দল জিতলেও, প্রথম টেস্ট অপ্রত্যাশিতভাবে হেরে যায় স্বাগতিকরা। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। দুবছর আগে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও এবার অন্তত সিরিজ হারতে হবে না ক্যারিবীয়ানদের।
চোটের কারণে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের পর মাত্র ৬ ওভার বোলিং করতে পেরেছিলেন সাকিব আল হাসান। আগামী দুদিন পর্যবেক্ষণে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। সংশয় আছে তার শেষ টেস্টে খেলা নিয়েও। ঢাকায় ফিরলেও, সতীর্থদের সঙ্গে হোটেলে যাননি সাকিব। যদিও এখনো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) শেষ টেস্টে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
নিউজ লাইট ৭১