জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
- আপডেট টাইম : ০৫:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / 78
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে নিউইর্য়কে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
স্থানীয় সময় শুক্রবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে আল-জাজিরার ওই প্রতিবেদনকে রাজনৈতিক বিদ্বেষপূর্ণ অভিযুক্ত করে এতে জড়িতদের বিচার ও বয়কটের আহ্বান জানিয়েছে প্রতিবাদকারীরা।
আয়োজক সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি সিদ্দিকুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, হলুদ সাংবাদিকতার চরম সীমায় পৌঁছেছে আল জাজিরা। ওরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহলের মদদে জঘন্য মিথ্যাচার করেছে। এজন্য আন্তর্জাতিক আদালতে এদের বিরুদ্ধে মামলা করতে হবে।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক হাজী এনাম, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী ও নির্বাহী সদস্য শাহানারা রহমান।
নিউজ লাইট ৭১