শিরোনাম :
সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ ছিলো
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / 70
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ ছিলো বলে দাবি করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর আন্তর্জাতিক চাপের মুখে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ দাবি করেন তিনি।
মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পাতায় সেনাপ্রধানের প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, ‘বহুবার অনুরোধ জানানো হয়েছিলো। কিন্তু কোনো ফল হয়নি। সে কারণেই আমরা এই পথ বেছে নিতে বাধ্য হলাম’।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হয়।
সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদের অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেনা অভ্যুত্থান ঘটে।
নিউজ লাইট ৭১
Tag :