শিরোনাম :
২০ কেজি হরিণের মাংসসহ এক যুবক আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / 89
বাগেরহাটের শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ এক যুবককে আটক করেছে বন বিভাগ।
রোববার (৩১ জানুয়ারি) গভীর রাতে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন দাসের বারানি এলাকা থেকে বনরক্ষীরা তাকে আটক করে।
আটককৃতের নাম মোঃ মিলন মোড়ল (৩৫)। বন আইনে মামলা দায়ের পূর্বক সোমবার (১ ফেব্রুয়ারী) দুপুরে মিলনকে আদালতে সোপর্দ করা হয়।
আটককৃত মিলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। মিলন সোনাতলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থাকতেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাসের বারানি এলাকায় অভিযান চালিয়ে মিলনকে আটক করে বনরক্ষীরা। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
নিউজ লাইট ৭১
Tag :