শিরোনাম :
সকল অভিবাসীদের ইকামা চারভাগে নেয়ার ঘোষণা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / 70
সকল অভিবাসীদের ইকামা (পারমিট কার্ড) নবায়নের ফি এখন থেকে চারভাগে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
বুধবার (২৭ জানুয়ারি) দেশটির মন্ত্রিসভায় কোম্পানি ও মুয়াসসাসা সমূহকে ইকামার ফি কোয়ার্টারলি (বছরে চার ভাগে) আদায় করার সুযোগ করে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
তবে আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার (গৃহকর্মে নিযুক্ত পেশা) কর্মীদের ইকামা ফি আগের মতোই বছরে একবারেই প্রদান করতে হবে। এর ফলে স্পন্সররা ইকামার ফি বছরে চারভাগে আদায় করতে পারবেন। কোম্পানি ও মুয়াসসাসার ইকামা করতে ইন্সুরেন্স, রুখসা আমল (ওয়ার্ক পারমিট), ভ্যাট অ্যান্ড ট্যাক্স বিভাগের ফি, ইকামা ফি-সহ চার পাঁচ ধরনের ফি দিতে হত। নতুন ঘোষণা অনুযায়ী কীভাবে ফি দিতে হবে তা শিগগিরই জানা যাবে।
নিউজ লাইট ৭১
Tag :