মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করেই চোখে ব্যাথা
- আপডেট টাইম : ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / 69
মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করেই চোখে ব্যাথা অনুভূত হয়। যে কোনো চোখের সমস্যাতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ, তবে চাইলে কিছু প্রাথমিক পন্থা অবলম্বন করে সাময়িকভাবে চোখের ব্যাথা নিরাময় করা সম্ভব।
ঠাণ্ডা চামচ
বরফশীতল পানিতে চামচ ডুবিয়ে রেখে সেটা ঠাণ্ডা হলে চোখের উপর ধরে রাখলে চোখে আরাম অনুভূত হয়। চামচের ঠাণ্ডাভাব ফুরিয়ে গেলে চামচ পরিবর্তন করে নিতে হবে।
কান্না
জানেন কী কান্নাকাটি করেও চোখ ব্যথা সারানো যায়। চোখের পানি মূলত হালকা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যা চোখের ব্যকটেরিয়ার ধুয়ে ফেলতে সাহায্য করে। পাশাপাশি এটি চোখ আদ্র রাখে, ফলে চোখে ঘর্ষণের ফলে তৈরি ব্যথা কম হয়।
শসা
রূপচর্চার পাশাপাশি চোখের ব্যাথা নিরাময়েও শসা খুব উপকারী। শসা কেটে চোখের উপর দিয়ে রাখলে তা চোখের ব্যাথা নিরাময় করে।
ঠাণ্ডা পানি
কনজাংটাইভ বা চোখের সাদা অংশের প্রসারিত রক্তনালীগুলোর কারণে চোখ লাল হয়ে থাকে। ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে চোখের এই যন্ত্রনাদায়ক রক্তনালীগুলো শিথিল করার মাধ্যমে লালভাব দূর হয়। এছাড়াও পরিষ্কার কাপড়ে বরফের টুকরা নিয়ে আক্রান্ত চোখে ব্যবহার করলেও উপকার পাওয়া যায়।
গোলাপ জল
একটি তুলার বল দিয়ে বন্ধ চোখে গোলাপ জল মাখানোর মাধ্যমে চোখ ব্যথার উপসর্গ থেকে মুক্তি পাওয়া যায়।
নিউজ লাইট ৭১