ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমন্ত্রণ জানিয়ে এভাবে বেইজ্জতি করা উচিত নয়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • / 87

কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক বক্তৃতা বন্ধ করে দিয়েছেন পশ্চিম বাংলার মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। ক্ষুব্ধ মমতা এসময় বলেন, ‘আমন্ত্রণ জানিয়ে এভাবে বেইজ্জতি করা উচিত নয়।’ খবর আনন্দবাজার।

শনিবার (২৩ জানুয়ারি) ভিক্টোরিয়ায় মেমোরিয়ালে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেপি কর্মীদের হঠাৎ ‌‘জয় শ্রীরাম’ স্লোগানে মেজাজ হারান মমতা। এরপর অনুষ্ঠানে আর তাল ফেরেনি।

ভারতে অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। যথানিয়মেই অনুষ্ঠান চলছিল। বক্তৃতা করার জন্য সঞ্চালক মমতার নাম ঘোষণার পরই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করে। এতেই ক্ষুব্ধ হন মমতা। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিত। এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এটা সব দলেরই কর্মসূচি। জনতার কর্মসূচি।’

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ জানিয়ে বেইজ্জতি করাটা শোভনীয় নয়। এর প্রতিবাদে এখানে আর কিছু বলছি না।’

এদিকে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই এ বিষয়ে ক্ষোভ জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিনেত্রী নুসরত জাহান। টুইটে তিনি লেখেন, ‘নেতাজির জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে ধর্মীয় এবং রাজনৈতিক স্লোগান দেয়ার তীব্র নিন্দা করছি। রাম নাম বলা হোক একে অপরকে আলিঙ্গন করে। গলা টিপে নয়।’

‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে দুই বছর আগে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। সেসময় গাড়ি তেকে নেমে স্লোগানকারীদের সরাসরি চ্যালেঞ্জও জানিয়েছিলেন তিনি। এবার সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগানে ক্ষুব্ধ হন মমতা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আমন্ত্রণ জানিয়ে এভাবে বেইজ্জতি করা উচিত নয়

আপডেট টাইম : ০৫:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১

কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক বক্তৃতা বন্ধ করে দিয়েছেন পশ্চিম বাংলার মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। ক্ষুব্ধ মমতা এসময় বলেন, ‘আমন্ত্রণ জানিয়ে এভাবে বেইজ্জতি করা উচিত নয়।’ খবর আনন্দবাজার।

শনিবার (২৩ জানুয়ারি) ভিক্টোরিয়ায় মেমোরিয়ালে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেপি কর্মীদের হঠাৎ ‌‘জয় শ্রীরাম’ স্লোগানে মেজাজ হারান মমতা। এরপর অনুষ্ঠানে আর তাল ফেরেনি।

ভারতে অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। যথানিয়মেই অনুষ্ঠান চলছিল। বক্তৃতা করার জন্য সঞ্চালক মমতার নাম ঘোষণার পরই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করে। এতেই ক্ষুব্ধ হন মমতা। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিত। এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এটা সব দলেরই কর্মসূচি। জনতার কর্মসূচি।’

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ জানিয়ে বেইজ্জতি করাটা শোভনীয় নয়। এর প্রতিবাদে এখানে আর কিছু বলছি না।’

এদিকে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই এ বিষয়ে ক্ষোভ জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিনেত্রী নুসরত জাহান। টুইটে তিনি লেখেন, ‘নেতাজির জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে ধর্মীয় এবং রাজনৈতিক স্লোগান দেয়ার তীব্র নিন্দা করছি। রাম নাম বলা হোক একে অপরকে আলিঙ্গন করে। গলা টিপে নয়।’

‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে দুই বছর আগে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। সেসময় গাড়ি তেকে নেমে স্লোগানকারীদের সরাসরি চ্যালেঞ্জও জানিয়েছিলেন তিনি। এবার সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগানে ক্ষুব্ধ হন মমতা।

নিউজ লাইট ৭১