লাখ টাকা ফেরত দিলেন সিএনজি চালক
- আপডেট টাইম : ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / 106
গাজীপুরের শ্রীপুরে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন সিএনজি চালক। যাত্রীর ফেলে যাওয়া এক লাখ ১৩ হাজার টাকা ফেরত দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে উপজেলার বরমী বাজারে এ ঘটনা ঘটে। ওই সিএনজি অটোরিকশা চালকের নাম হযরত আলী (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার বরমী মৃধা বাড়ি এলাকার মহর আলী ছেলে।
টাকার মালিক শ্রীপুর পৌর শহরের ব্যবসায়ী আতিকুর রহমান জানান, সোমবার বাসা থেকে এক লাখ ১৩ হাজার টাকা নিয়ে দোকানের মালামাল কিনতে শ্রীপুর থেকে বরমী বাজারের উদ্দেশ্যে হযরত আলীর সিএনজি যোগে সামনের আসনে বসে রওনা দেন তিনি। টাকাগুলো সিএনজির সিটের মধ্যে রাখেন। গন্তব্যে পৌঁছে টাকার প্যাকেট না নিয়েই তিনি ভাড়া মিটিয়ে চলে যান। পরে মালামাল কিনে দাম পরিশোধের সময় তিনি টাকা হারানোর বিষয়টি টের পান।
তিনি জানান, দিশেহারা হয়ে সিএনজি চালককে খুঁজতে স্ট্যান্ডে আসেন। পরে সিএনজি চালক তাকে দেখতে পেয়েই এগিয়ে যান এবং টাকার প্যাকেটটি হাতে তুলে দিয়ে তা গুনে বুঝে নিতে বলেন।
সিএনজি চালক হযরত আলী বলেন, সোমবার দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে আমি শ্রীপুর থেকে বরমী যাচ্ছিলাম। আমার সিএনজি অটোরিক্সার সামনের আসনের যাত্রী ছিলেন আতিকুর রহমান। গন্তব্যে পৌঁচ্ছে সব যাত্রী নেমে গেলে সিটের পাশে কাগজের প্যাকেট দেখতে পাই। প্যাকেট দেখে আমার কাছে সন্দেহ হয়। পরে দেখি প্যাকেট ব্যাংক থেকে সরবরাহ করা টাকার প্যাকেট। আমি টাকা নিয়ে প্রকৃত মালিকের অপেক্ষায় সিএনজি স্ট্যান্ডে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষায় থাকি। এরই মধ্যে আতিকুর রহমান দিশেহারা হয়ে স্ট্যান্ডে আমাকে খুঁজতে আসেন। তাকে দেখে আমি এগিয়ে গিয়ে টাকার প্যাকেট পাওয়ার কথা জানাই।
টাকা পাওয়ার পর আবেগ আপ্লুত হয়ে আতিকুর রহমান বলেন, পৃথিবীতে সৎ মানুষ এখনও রয়েছে, তারই প্রমাণ হজরত আলী।
বরমী বাজারের ব্যবসায়ী আল-আমিন জানান, বর্তমানে সামান্য টাকার জন্য
মানুষ কত কিছুই না করে। কিন্তু হযরত আলী টাকা ফেরত দিয়ে এক উজ্জ্বল
দৃষ্টান্ত স্থাপন করলেন।