ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / 86

এইচএস কোড নিয়ে জটিলতা কাটিয়ে চার দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। গত বুধবার থেকে রবিবার পর্যন্ত বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এর আগে সরকারের অনুমোদন পাওয়ার দীর্ঘ দেড় বছর পর গত ৯ জানুয়ারি থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছিল।

আমদানিকারক শাহিনুর রেজা বলেন, দেশের বাজারে চালের অস্থিতিশীল অবস্থা সহনীয় পর্যায়ে আনতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছিল দেশটির সরকার। সে মোতাবেক গত ৯ জানুয়ারি থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু করা হয়। যার ফলে দেশের বাজারে চালের দাম কমতে শুরু করে। কিন্তু গত চার দিন ধরে এইচএস কোড নিয়ে সমস্যার কারণে ভারত চাল রপ্তানি বন্ধ রেখেছিল।

তিনি বলেন, রবিবার বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে এইচএস কোড পরিবর্তন করে দিয়েছে যার ফলে বন্দর দিয়ে আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। এই চালগুলো দেশে বাজারজাত শুরু হলে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে বিশ্বাস করি।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির জন্য যে এইচএস কোডে সরকার চাল আমদানির অনুমোদন দিয়েছিল সেই কোডে ভারতীয়রা চাল রপ্তানি করতে চাচ্ছিল না। যার কারণে গত চার দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এতে করে ভারতের অভ্যন্তরে দেশে প্রবেশের অপেক্ষায় বেশ কিছু চাল আটকা পড়ে ছিল। যাতে করে আমরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে গেছি। তবে ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে ও মন্ত্রণালয় থেকে সেই কোড পরিবর্তন করে দিয়েছে। যার ফলে আজ বন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে। আমাদের হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা প্রায় ৬০ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। সে মোতাবেক পর্যাপ্ত পরিমাণে চালের এলসি দেওয়া রয়েছে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হঠাৎ করে গত বুধবার থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানতে পারি যে এইচএস কোড নিয়ে জটিলতার কারণে চাল আমদানি বন্ধ রয়েছে। রবিবার এটির সমাধান হয়ে গেছে। সোমবার দুপুর থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। বন্দর দিয়ে বিকেল পৌনে ৪টা পর্যন্ত ৫ ট্রাক চাল ভারত থেকে আমদানি হয়েছে। এসব চাল বন্দরে প্রবেশের পর কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত খালাস দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

আপডেট টাইম : ০৫:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

এইচএস কোড নিয়ে জটিলতা কাটিয়ে চার দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। গত বুধবার থেকে রবিবার পর্যন্ত বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এর আগে সরকারের অনুমোদন পাওয়ার দীর্ঘ দেড় বছর পর গত ৯ জানুয়ারি থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছিল।

আমদানিকারক শাহিনুর রেজা বলেন, দেশের বাজারে চালের অস্থিতিশীল অবস্থা সহনীয় পর্যায়ে আনতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছিল দেশটির সরকার। সে মোতাবেক গত ৯ জানুয়ারি থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু করা হয়। যার ফলে দেশের বাজারে চালের দাম কমতে শুরু করে। কিন্তু গত চার দিন ধরে এইচএস কোড নিয়ে সমস্যার কারণে ভারত চাল রপ্তানি বন্ধ রেখেছিল।

তিনি বলেন, রবিবার বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে এইচএস কোড পরিবর্তন করে দিয়েছে যার ফলে বন্দর দিয়ে আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। এই চালগুলো দেশে বাজারজাত শুরু হলে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে বিশ্বাস করি।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির জন্য যে এইচএস কোডে সরকার চাল আমদানির অনুমোদন দিয়েছিল সেই কোডে ভারতীয়রা চাল রপ্তানি করতে চাচ্ছিল না। যার কারণে গত চার দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এতে করে ভারতের অভ্যন্তরে দেশে প্রবেশের অপেক্ষায় বেশ কিছু চাল আটকা পড়ে ছিল। যাতে করে আমরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে গেছি। তবে ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে ও মন্ত্রণালয় থেকে সেই কোড পরিবর্তন করে দিয়েছে। যার ফলে আজ বন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে। আমাদের হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা প্রায় ৬০ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। সে মোতাবেক পর্যাপ্ত পরিমাণে চালের এলসি দেওয়া রয়েছে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হঠাৎ করে গত বুধবার থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানতে পারি যে এইচএস কোড নিয়ে জটিলতার কারণে চাল আমদানি বন্ধ রয়েছে। রবিবার এটির সমাধান হয়ে গেছে। সোমবার দুপুর থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। বন্দর দিয়ে বিকেল পৌনে ৪টা পর্যন্ত ৫ ট্রাক চাল ভারত থেকে আমদানি হয়েছে। এসব চাল বন্দরে প্রবেশের পর কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত খালাস দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজ লাইট ৭১