মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুবিধার্থে একটি বাংলাদেশি ব্যাংক খুলতে
- আপডেট টাইম : ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / 75
মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুবিধার্থে একটি বাংলাদেশি ব্যাংক খুলতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সহযোগিতা চেয়েছেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান। হাইকমিশনার বাংলাদেশি কর্মীদের দেশে অর্থ প্রেরণে ডলারের পরিবর্তে এমভিআর পদ্ধতি চালুর অনুরোধও জানান।
বৃহস্পতিবার মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের (এমএমএ) গভর্নর আলী হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব সহযোগিতা চান হাইকমিশনার নাজমুল হাসান। সেখানে দুই দেশের ব্যাংকিং সেক্টরে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রবাসী বাংলাদেশিদের দেশে অর্থ প্রেরণের ক্ষেত্রে ডলারের পরিবর্তে এমভিআর চালুর বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন হাইকমিশনার।
জবাবে মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশিদের দেশে অর্থ প্রেরণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি অবহিত রয়েছেন বলে হাইকমিশনারকে জানান। তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। দেশটি ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে বলে উল্লেখ করেন গভর্নর।
নিউজ লাইট ৭১