ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল অ্যাপের ব্যবহার বাড়িয়েছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / 72

তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ থেকে দলে দলে মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল অ্যাপের ব্যবহার বাড়িয়েছেন। এর ফলে দিনকে দিন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী কমছেই।

বিবিসি জানিয়েছে, সিগনাল গ্রাহকরা শুক্রবার বেশ কয়েক ঘণ্টা ধরে অ্যাপটি ব্যবহার করতে না পারার অভিযোগ তুলেছেন। এর জবাবে সিগন্যাল জানিয়েছে, তাদের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল এবং তা দ্রুততম সময়ে কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও কথা বলা ও মেসেজ চালাচালির জন্য জনপ্রিয়। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের নতুন নীতিমালা জারির ঘোষণা দেয়। এতে লোকেশন এবং নম্বরসহ ফোনের কিছু তথ্য নেওয়া এবং তা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করার কথা জানায়।

এর প্রতিক্রিয়ায় সারাবিশ্বেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দলে দলে অ্যাপটি ছাড়তে শুরু করে।

বিবিসি জানায়, এক সপ্তাহে হোয়াটসঅ্যাপ ডাউনলোডের সংখ্যা ১ কোটি ১৩ লাখ থেকে ৯২ লাখে নেমে আসে। এর বিপরীতে সিগনাল, টেলিগ্রাম ও বিপের মতো ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ ডাউনলোড হু হু করে বাড়ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল অ্যাপের ব্যবহার বাড়িয়েছেন

আপডেট টাইম : ০৬:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ থেকে দলে দলে মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল অ্যাপের ব্যবহার বাড়িয়েছেন। এর ফলে দিনকে দিন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী কমছেই।

বিবিসি জানিয়েছে, সিগনাল গ্রাহকরা শুক্রবার বেশ কয়েক ঘণ্টা ধরে অ্যাপটি ব্যবহার করতে না পারার অভিযোগ তুলেছেন। এর জবাবে সিগন্যাল জানিয়েছে, তাদের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল এবং তা দ্রুততম সময়ে কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও কথা বলা ও মেসেজ চালাচালির জন্য জনপ্রিয়। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের নতুন নীতিমালা জারির ঘোষণা দেয়। এতে লোকেশন এবং নম্বরসহ ফোনের কিছু তথ্য নেওয়া এবং তা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করার কথা জানায়।

এর প্রতিক্রিয়ায় সারাবিশ্বেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দলে দলে অ্যাপটি ছাড়তে শুরু করে।

বিবিসি জানায়, এক সপ্তাহে হোয়াটসঅ্যাপ ডাউনলোডের সংখ্যা ১ কোটি ১৩ লাখ থেকে ৯২ লাখে নেমে আসে। এর বিপরীতে সিগনাল, টেলিগ্রাম ও বিপের মতো ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ ডাউনলোড হু হু করে বাড়ছে।

নিউজ লাইট ৭১