ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিভিন্ন জেলায় নতুন ধান উঠলেও চালের বাজারে এর প্রভাব পড়েনি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / 87

বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। বেশির ভাগ সবজির কেজি ৩০ টাকায় নেমে এসেছে। কোনো কোনো সবজি ২০ থেকে ২৫ টাকার মধ্যেও মিলছে। তবে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় নতুন ধান উঠলেও চালের বাজারে এর প্রভাব পড়েনি এখনো।

অভিযোগ উঠেছে, নতুন ধান উঠলেও মিল মালিকরা সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছে চালের দাম। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বেশি থাকার কারণেই চালের দাম বাড়তি। তারা চালের এই দামকে সহনশীল বলে দাবি করেছেন।

সবজির দাম কমলেও বাজারে নতুন আলুর দাম এখনো কমেনি। প্রতি কেজি পুরনো আলু ৩৫ থেকে ৪০ টাকা এবং নতুন আলু ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে তুলনামূলক কম দামে সবজি পাওয়া যাচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী ওয়াসিম মিয়া জানান, বাজারে সব ধরনের সবজির সরবরাহ বাড়ার কারণে দাম কমে এসেছে। বিশেষ করে নতুন আলুর সরবরাহ বাড়ায় আলুর পাইকারি দর এখন কেজিপ্রতি ৪০ টাকা। কিছুদিন আগে ছোট সাইজের নতুন আলুও ১০০ টাকা কেজিতে বিক্রি করেছি। তার ধারণা, কিছুদিনের মধ্যে আলুর দাম আরো কমে আসবে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এমন চিত্র পাওয়া গেছে।

গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া পুরনো আলু গতকাল ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ৭০ থেকে ৮০ টাকার নতুন আলু এ সপ্তাহে ৫০ টাকা বিক্রি হচ্ছে। তবে এলাকা ও মানভেদে প্রায় প্রতিটি সবজির দামে তারতম্য রয়েছে।

গত সপ্তাহের মতো শিম বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। মুলা ১০ থেকে ১৫ টাকা কেজি এবং ৩৫-৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ ও গাজর। এছাড়া বেগুন ৩০ থেকে ৪০ টাকা, উচ্ছে ৪০ থেকে ৫০ টাকা এবং পটোল ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেশির ভাগ সবজির দাম কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও বরবটি। পাকা টমেটোর কেজি ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। আর বরবটি গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কিছুটা কমেছে। দেশি পেঁয়াজের কেজি ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। আমদানি করা বিদেশি পেঁয়াজ গত সপ্তাহের মতো ৩০ থেকে ৪০ কেজিতে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।

এছাড়া মাছের বাজার যথারীতি ওঠানামার মধ্যে রয়েছে। দেশের বিভিন্ন বিল-ঝিল, ডোবা-নালা, হাওড়-বাঁওড় শুকিয়ে যাওয়ায় প্রচুর পরিমাণে ধরা পড়ছে শিং, কৈ, টাকি, শৌল, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ। ফলে এসব মাছের প্রচুর সরবরাহ থাকায় দামও অনেকটা হাতের নাগালে রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিভিন্ন জেলায় নতুন ধান উঠলেও চালের বাজারে এর প্রভাব পড়েনি

আপডেট টাইম : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১

বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। বেশির ভাগ সবজির কেজি ৩০ টাকায় নেমে এসেছে। কোনো কোনো সবজি ২০ থেকে ২৫ টাকার মধ্যেও মিলছে। তবে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় নতুন ধান উঠলেও চালের বাজারে এর প্রভাব পড়েনি এখনো।

অভিযোগ উঠেছে, নতুন ধান উঠলেও মিল মালিকরা সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছে চালের দাম। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বেশি থাকার কারণেই চালের দাম বাড়তি। তারা চালের এই দামকে সহনশীল বলে দাবি করেছেন।

সবজির দাম কমলেও বাজারে নতুন আলুর দাম এখনো কমেনি। প্রতি কেজি পুরনো আলু ৩৫ থেকে ৪০ টাকা এবং নতুন আলু ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে তুলনামূলক কম দামে সবজি পাওয়া যাচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী ওয়াসিম মিয়া জানান, বাজারে সব ধরনের সবজির সরবরাহ বাড়ার কারণে দাম কমে এসেছে। বিশেষ করে নতুন আলুর সরবরাহ বাড়ায় আলুর পাইকারি দর এখন কেজিপ্রতি ৪০ টাকা। কিছুদিন আগে ছোট সাইজের নতুন আলুও ১০০ টাকা কেজিতে বিক্রি করেছি। তার ধারণা, কিছুদিনের মধ্যে আলুর দাম আরো কমে আসবে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এমন চিত্র পাওয়া গেছে।

গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া পুরনো আলু গতকাল ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ৭০ থেকে ৮০ টাকার নতুন আলু এ সপ্তাহে ৫০ টাকা বিক্রি হচ্ছে। তবে এলাকা ও মানভেদে প্রায় প্রতিটি সবজির দামে তারতম্য রয়েছে।

গত সপ্তাহের মতো শিম বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। মুলা ১০ থেকে ১৫ টাকা কেজি এবং ৩৫-৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ ও গাজর। এছাড়া বেগুন ৩০ থেকে ৪০ টাকা, উচ্ছে ৪০ থেকে ৫০ টাকা এবং পটোল ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেশির ভাগ সবজির দাম কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও বরবটি। পাকা টমেটোর কেজি ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। আর বরবটি গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কিছুটা কমেছে। দেশি পেঁয়াজের কেজি ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। আমদানি করা বিদেশি পেঁয়াজ গত সপ্তাহের মতো ৩০ থেকে ৪০ কেজিতে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।

এছাড়া মাছের বাজার যথারীতি ওঠানামার মধ্যে রয়েছে। দেশের বিভিন্ন বিল-ঝিল, ডোবা-নালা, হাওড়-বাঁওড় শুকিয়ে যাওয়ায় প্রচুর পরিমাণে ধরা পড়ছে শিং, কৈ, টাকি, শৌল, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ। ফলে এসব মাছের প্রচুর সরবরাহ থাকায় দামও অনেকটা হাতের নাগালে রয়েছে।

নিউজ লাইট ৭১