আমি ক্লাস ১০-ও পাশ করিনি
- আপডেট টাইম : ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / 89
টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন প্রায়শই। তবে বাকিদের মতো চুপ থাকেন না তিনি। যুক্তি তর্ক দিয়ে জবাব দিয়ে দেন। তবে এবার যুক্তি তর্ক দিয়ে নয়, মজার ছলেই মুখ্য জবাব দিয়েছেন নেটাগরিকদের।
তবে ঘটনা টা কী ঘটেছিল, যার কারণে আবারো ট্রোলের শিকার হতে হলো স্বস্তিকাকে!
আসলে ঘটনাটা হল, সোশ্যাল মিডিয়ায় রেডিয়ো জকি, অভিনেতা ও কমেডিয়ান মীর আফসার আলি এবং ‘টুম্পা’ খ্যাত অভিনেতা সায়ন ঘোষের একটি ছবির নিচে কমেন্ট স্বস্তিকা লিখেন, তিনি সায়ন ঘোষের বড় ফ্যান। ‘টুম্পা’ গানটি তার জীবনের মান্ত্রা।
আর এখানেই বিপত্তিটা ঘটে। তার এই কমেন্টে একজন প্রশ্ন তোলেন ‘মন্ত্র’-এর বদলে তিনি ‘মান্ত্রা’ কেন লিখবেন। তবে কি তিনিও ‘অবাঙালি’ হওয়ার চেষ্টা করছেন?
ঐ ব্যক্তির মতে, হিন্দি অধ্যুষিত এলাকার প্রভাব পড়ছে স্বস্তিকার মধ্যে।
সাধারণত এই সমস্ত ট্রোলের উত্তর যুক্তি তর্ক দিয়ে দিলেও এবার মজার ছলেই উত্তর দেন এই টলি অভিনেত্রী।
কথোপকথনের জল শিক্ষা অশিক্ষার দিকে এগিয়ে গেলে রসিকতার ছলে স্বস্তিকা বলেন, “আরে দাদা আমি তো নিজেই বলছি, আমি অশিক্ষিত। কী বিপদ! তাতেও আপনার শান্তি হচ্ছে না। এ রকম করলে খেলব না’।”
তিনি আরও লিখেন, ‘আমি ক্লাস ১০-ও পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংরেজি-কোনওটাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন। আর কী করব’।”
এর উত্তরে ঐ ব্যক্তি বলেন, ” আমাকে দাদা বলবেন না। আমি আপনার থেকে অনেক ছোট। দয়া করে বাংলা উচ্চারণ অনুযায়ী টাইপ করুন।”
তবে এই তর্কে বিতর্কে স্বস্তিকার পক্ষে কথা বলছেন অনেকে। কেউ যুক্তি দিয়ে, কেউ বা আবার রসিকতার ছলেই ট্রোলের উত্তর দিয়েছেন।
নিউজ লাইট ৭১