পুরুষদের টেস্টে প্রথম নারী আম্পায়ার হওয়ার নতুন ইতিহাস
- আপডেট টাইম : ০৩:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / 72
পুরুষদের টেস্টে প্রথম নারী আম্পায়ার হওয়ার নতুন ইতিহাস গড়লেন ক্লেয়ার পোলোসাক। ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন পোলোসাক। গত বছর ছেলেদের ওয়ানডে ইতিহাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে মাইলফলক ছুঁয়েছিলেন ৩২ বছর বয়সী এই আম্পায়ার।
গত বছর উইন্ডহকে আইসিসি ডিভিশন টু নামিবিয়া-ওমান ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করে প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের ওয়ানডেতে ইতিহাস গড়েছেন পোলোসাক। এবার ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পালন করে ছেলেদের টেস্টেও ইতিহাস গড়লেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে একজন রিজার্ভ আম্পায়ার নিয়োগ করে আয়োজক ক্রিকেট বোর্ড। মাঠের কোন আম্পায়ার কোন কারণে ম্যাচ পরিচালনা করতে না পারলে তখন তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রিজার্ভ আম্পায়ার।
এছাড়া রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব হিসেবে নতুন বল মাঠে নিয়ে যাওয়া, মাঠের আম্পায়ারদের পানীয় সরবরাহ, বেলস দেওয়া, আলোর মিটারের ব্যাটারি পরীক্ষা করা, মধ্যাহ্নভোজ ও চা বিরতির সময় উইকেট পাহারা দেয়ার দায়িত্ব পালন করবেন পোলোসাক।
নিউজ লাইট ৭১