বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বমুখী
- আপডেট টাইম : ০৫:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / 93
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব বাড়তে থাকলে গেলো বছর বাড়তে থাকে সোনার বিনিয়োগ। মন্দা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই সোনার দাম বাড়ার রেকর্ড ভাঙে কয়েক দফা।
চলতি বছরের শুরুতেও দাম বাড়ার আভাস মিলছে স্বর্ণের বাজারদরের প্রতিমুহূর্তের হাল-নাগাদ তথ্য তুলে ধরা সংস্থা গ্লোডপ্রাইসের তথ্যে।
এখন বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম এই সোনার দাম বাড়ছে।
গ্লোডপ্রাইসের তথ্য অনুযায়ী, ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও গত ১ জানুয়ারি কোনও উত্থান হয়নি স্বর্ণের বাজারের। তবে, এরপর দুইদিন বন্ধের পর আবার লেনদেন শুরু হয় আজ।
আজ লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে, আগের দিনের সর্বশেষ দামের তুলনায় প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৩০.০৭ ডলার। আর ১ আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ ডলার (বাংলাদেশ সময় দুপুর)।
গত ৩ জানুয়ারি পর্যন্ত ১ মাসের ব্যবধানে ১ আউন্স সোনার দাম গড়ে বেড়েছে ২৯.১৭ ডলার। আর ৬ মাসের ব্যবধানে বাড়ে ১০৭.৫৩ ডলার। ১ বছরে এই বেড়েছে ৩৬৯.১৬ ডলার।
এখন আন্তর্জাতিক বাজারে রূপার দামও ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় ১ ডলার (দশমিক আট তিন)। প্রতি আউন্স রূপা হাতবদল হচ্ছে ২৭.১৪ ডলারে। প্রতি আউন্স রূপার দাম ১ মাসে বেড়েছে প্রায় ২ (১.৭৫) ডলার। ৬ মাসের ব্যবধানে ৮ ডলার আর ১ বছরে ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ৮.২৪ ডলার।
উল্লেখ্য, করোনার উদ্ভূত পরিস্থিতিতে গেল অক্টোবরে ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর পর গত ২৪ নভেম্বরে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমানো হয়। এরপর ডিসেম্বরের শুরুতেই স্বর্ণের দাম ফের আরেক দফা কমে। ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নিউজ লাইট ৭১