এবার প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা বুবলী
- আপডেট টাইম : ০৫:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / 77
চিত্রনায়িকা বুবলী। প্রায় ১ বছর ধরে আড়ালে থেকে এবার প্রকাশ্যে এলেন তিনি।
এর আগে, শাকিবের সন্তানের মা হওয়াসহ নানা গুঞ্জনে জড়িয়েছিলেন বুবলী। তবে সেই সময় কোনও সদোত্তর মিলেনি এসবের।
এবার শাকিবের সন্তানের মা হওয়া নিয়ে ডাইরেক্ট উত্তর দিলেন বুবলী। তার কাছে জানতে চাওয়া হয়, প্রায় ১১ মাস ধরে আড়ালে ছিলেন, এ সময় আপনাকে নিয়ে একটা গুঞ্জন বেশ ভারি হয়েছে।
শোনা গেছে, আপনি নাকি শাকিব খানের সন্তানের মা হয়েছেন? এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, এটা একেবারেই কিন্তু আমার ব্যক্তিগত বিষয়। তবে এ বিষয়ে ধীরে ধীরে সবকিছু জানতে পারবেন। আপাতত কাজে ফিরছি এ খবরটিই দিলাম।
বুবলী আরও বলেন, মা হওয়ার বিষয়ে উত্তর দিয়ে দিলে আগ্রহের জায়গাটা থাকবে না। কথা দিচ্ছি সঠিক সময়ে সবই জানতে পারবেন।
এসময় বুবলী দর্শকদের উদ্দেশে একটি অনুরোধ করেন। বলেন, আমার মুখ থেকে না শুনা পর্যন্ত কারো কথায় কান দিবেন না।
প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে মিডিয়ার সব কিছু থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা বুবলী। এ বিষয়ে তিনি বলেন, এটাকে দূরে থাকা বলা যায় না। আমি দূরে ছিলাম না, মূলত ছুটিতে ছিলাম। এর আগেও তো আমি নিজেকে নিয়ে একান্ত সময় কাটিয়েছি। আর ফোনে পাওয়া না যাওয়ার কারণ হলো, আমি আমার ব্যবহৃত ফোন নাম্বারটি কয়েকমাস ব্যবহার করিনি। তাই আমাকে পাওয়া যায়নি।
বুবলী এও বলেন, হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই পেয়েছে। এমনকি কয়েকজন নির্মাতা ও সাংবাদিকের সঙ্গেও নিয়মিত কথা হয়েছে।
এদিকে বুবলী এখন থেকে আবার নিয়মিত হবেন বলেও জানান। বুবলী বলেন, পুরোদমে আবার কাজে ফিরতে চাই। এ জন্য নিজেকে ফিট করছি। ভালো ভালো কাজ পেলে অবশ্যই এখন থেকে নিয়মিত হবো।
নিউজ লাইট ৭১