হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন
- আপডেট টাইম : ০৬:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / 110
হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন। একাধারে তিনি একজন মার্কিন অভিনেত্রী, চিত্রপরিচালক, প্রযোজক এবং ব্যবসায়িক। তিনি আমেরিকার বিখ্যাত টিভি ধারাবাহিকে ফ্রেন্ডসের জনপ্রিয় র্যাচেল গ্রিন চরিত্রে অভিনয় করার জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান। ফ্রেন্ডস টিভি ধারাবাহিকে তার চরিত্রের নৈপুণ্যের কারণে এই চরিত্রটির জন্য তিনি একবার করে এমি, গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন। তাছাড়া মেনস হেলথ ম্যাগাজিন তাকে সর্বকালের সবচেয়ে যৌন আবেদনময়ী নারী হিসেবে ভোট করে। মাঝখানে বিয়ে করার পরও চলচ্চিত্রে অভিনয়ে ভালোই ব্যস্ত সময় পার করছিলেন তিনি। হঠাৎ করেই অশনিসংকেতে ভেঙে যায় তার সংসার। মার্কিন অভিনেতা জাস্টিন থেরক্সের সঙ্গে গত বছর আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ ঘটলে মানসিকভাবে ভেঙে পড়েন অ্যানিস্টোন। তারপর থেকেই কাজে মনোযোগ ছিল না তার। মাঝে করোনার কারণে পুরোপুরি ঘরে বসে ছিলেন এ অভিনেত্রী। কিন্তু মনকে চাঙা রাখতে করোনাকালেই ঝুঁকি নিয়ে কাজে ফিরেছেন তিনি। তার হিট সিরিজ ‘দ্য মর্নিং শো’র দ্বিতীয় মৌসুমের জন্য এখন তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন। কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য যতটা সম্ভব সুরক্ষা অবলম্বন করছেন। ৫১ বছর বয়সি অভিনেত্রীটি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার একটিতে তাকে ক্যামেরার সামনে স্বচ্ছ প্লাস্টিকের ফেইস শিল্ড পরে থাকতে দেখা যায়। সিরিজের জন্য তিনি ধূসর শার্ট আর স্ন্যাকস পরা দেখা যায় আর চোখে ছিল বড় আকারের চশমা। ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘কাজে ফিরেছি।’
আরেকটি ছবিতে কাজের অগ্রগতি দেখানো হয়েছে, যাতে একজন কর্মী ‘কোভিড-১৯ নরকে যাক’ লেখা মাস্ক পরে আছেন। অ্যানিস্টোন লিখেছেন, ‘আমি আমার কুশলীদের ভালোবাসি।’ তৃতীয় ছবিতে অভিনেত্রীর লিপস্টিকের দাগসহ একটি টিস্যু পেপার মেক-আপ ব্রাশের পাশে রাখা আছে। ‘দ্য মর্নিং শো’র জন্য অ্যানিস্টোন শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন ড্রামা সিরিজ) বিভাগে গোল্ডেন গ্লোব জয় করেছেন। সিরিজে আরো অভিনয় করছেন রিজ উইদারস্পুন এবং স্টিভ ক্যারেল
নিউজ লাইট ৭১