চাঁদা চেয়ে না পেয়ে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ
- আপডেট টাইম : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / 83
সাভারে একাধিকবার চাঁদা চেয়ে না পেয়ে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদক সেবনকারীর বিরুদ্ধে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাভারে বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরুলিয়া ইউনিয়নের স্থায়ীবাসিন্দা মো. মাহাবুবুর রহমানের (৪২) কাছে বেশ কিছুদিন ধরে চাঁদা দাবী করে আসছে। গত ১৯ ডিসেম্বর ফের ২০ হাজার টাকা চাঁদা চাইলে দিতে অস্বীকার করলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে বিভিন্ন সময় তার বাসায় ও মোবাইল ফোনে হুমকি দিতে থাকে। গতকাল রাতে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাসায় আতর্কিত হামলা চালায়। এ সময় ব্যবসায়ীকে না পেয়ে বাড়ি ঘর ভাংচুর করে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী জানান, চাঁদা দাবী করায় একাধিক বার থারায় অভিযোগ দায়ের করেছি এবং স্থানীয়দের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও কোন কাজ হয়নি। গতকাল রাতে আতর্কিত ভাবে আমার বাসায় হামলা চালায়। আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিয়েছি বলেও জানান ভুক্তভোগী।
এ বিষয়ে সাভার মডেল থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এর আগেও এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। সে সময় স্থানীদের মাধ্যমে সমাধন করা হয়। গতকার রাতে কি হয়েছে জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ লাইট ৭১