ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আত্নহত্যা করেছেন ম্যারাডোনা!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • / 72

মৃত্যুর প্রায় এক মাস হয়ে গেলো, তারপরেও এখনও থেমে নেই ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে নিয়ে আলোচনা। একের পর এক বিতর্ক যেন বেড়েই চলেছে তাকে নিয়ে। 

জীবনাবসানের পর থেকে আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখনও নানা রহস্য বেরিয়ে আসছে।

এবার তার মৃত্যু নিয়ে নতুন একটি তথ্য প্রকাশ্যে এসেছে। তার এক চিকিৎসক ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন।

তিনি জানান, ম্যারাডোনার স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তিনি আত্মহত্যা করেছেন! 

এর আগে, গেল ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। তবে তার সাবেক চিকিৎসক আলফ্রেডো কাহে দাবি করেন, আত্মহত্যা করেছেন ম্যারাডোনা। 

এদিকে আলফ্রেডো দীর্ঘদিন ম্যারাডোনার চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৭৭ থেকে ২০০৭ পর্যন্ত বিশ্বকাপজয়ী এই ফুটবলারের চিকিৎসক ছিলেন তিনি।

আর্জেন্টিনা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ধরনের আত্মহত্যা ছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কোনো কিছুই ঠিকমতো করতে পারছিলেন না। এমনকি ম্যারাডোনার মৃত্যুর কয়েকদিন আগেই তার সাবেক বান্ধবী ভেরোনিকার সঙ্গে কথা হয়েছিল। শুনেছি ম্যারাডোনা ভেরোনিকাকে বারবার বলতেন, তিনি আর বাঁচতে চায় না। এই কারণে আমার কাছে ম্যারাডোনার মৃত্যু আত্মহত্যাই মনে হয়েছে।

এছাড়া ওই সাক্ষাৎকারে ম্যারাডোনার চিকিৎসক আলফ্রেডো আরও এক বিস্ফোরক তথ্য দেন। তিনি জানান, ২০০৭ সালেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। 

তিনি বলেন, ২০০৭ সালে কিউবার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছাকৃত চলন্ত বাসে ধাক্কা মেরেছিলেন ম্যারাডোনা। তবে ওইদিন অল্পের জন্য বেঁচে যান তিনি। 

পরে আলফ্রেডো তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? জবাবে ম্যারাডোনা বলেছিলেন, হ্যাঁ, আজ পারলাম না, তবে ভবিষ্যতে আবার চেষ্টা করবো।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আত্নহত্যা করেছেন ম্যারাডোনা!

আপডেট টাইম : ০৪:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

মৃত্যুর প্রায় এক মাস হয়ে গেলো, তারপরেও এখনও থেমে নেই ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে নিয়ে আলোচনা। একের পর এক বিতর্ক যেন বেড়েই চলেছে তাকে নিয়ে। 

জীবনাবসানের পর থেকে আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখনও নানা রহস্য বেরিয়ে আসছে।

এবার তার মৃত্যু নিয়ে নতুন একটি তথ্য প্রকাশ্যে এসেছে। তার এক চিকিৎসক ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন।

তিনি জানান, ম্যারাডোনার স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তিনি আত্মহত্যা করেছেন! 

এর আগে, গেল ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। তবে তার সাবেক চিকিৎসক আলফ্রেডো কাহে দাবি করেন, আত্মহত্যা করেছেন ম্যারাডোনা। 

এদিকে আলফ্রেডো দীর্ঘদিন ম্যারাডোনার চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৭৭ থেকে ২০০৭ পর্যন্ত বিশ্বকাপজয়ী এই ফুটবলারের চিকিৎসক ছিলেন তিনি।

আর্জেন্টিনা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ধরনের আত্মহত্যা ছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কোনো কিছুই ঠিকমতো করতে পারছিলেন না। এমনকি ম্যারাডোনার মৃত্যুর কয়েকদিন আগেই তার সাবেক বান্ধবী ভেরোনিকার সঙ্গে কথা হয়েছিল। শুনেছি ম্যারাডোনা ভেরোনিকাকে বারবার বলতেন, তিনি আর বাঁচতে চায় না। এই কারণে আমার কাছে ম্যারাডোনার মৃত্যু আত্মহত্যাই মনে হয়েছে।

এছাড়া ওই সাক্ষাৎকারে ম্যারাডোনার চিকিৎসক আলফ্রেডো আরও এক বিস্ফোরক তথ্য দেন। তিনি জানান, ২০০৭ সালেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। 

তিনি বলেন, ২০০৭ সালে কিউবার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছাকৃত চলন্ত বাসে ধাক্কা মেরেছিলেন ম্যারাডোনা। তবে ওইদিন অল্পের জন্য বেঁচে যান তিনি। 

পরে আলফ্রেডো তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? জবাবে ম্যারাডোনা বলেছিলেন, হ্যাঁ, আজ পারলাম না, তবে ভবিষ্যতে আবার চেষ্টা করবো।

নিউজ লাইট ৭১