ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুরেশ রায়নার মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • / 77

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্রই তারকা ক্রিকেটারের ম্যানেজমেন্ট টিমের তরফে বিজ্ঞপ্তি জারি হল। বিবৃতিতে রায়নার অবস্থান নিয়ে ছবিটা স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শুটিংয়ের জন্য সুরেশ রায়না মুম্বইয়ে ছিলেন। গভীর রাত পর্যন্ত শুটিং চলে। দিল্লির বিমান ধরার আগে এক বন্ধুর আমন্ত্রণে দ্রুত ডিনার সারতে গিয়েছিলেন রায়না। তিনি স্থানীয় কোভিড প্রোটোকল ও সময়সীমা সম্পর্কে অবগত ছিলেন না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রোটোকল জানার পর কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত প্রক্রিয়া মেনে চলেন রায়না এবং অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। রায়না সর্বদা সরকরি নিয়ম-কানুন মেনে চলেন এবং ভবিষ্যতেও তাই করবেন।’

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাকে মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে করোনা মহামারির সময় নাইট কার্ফু উলঙ্ঘনের অভিযোগ। মুম্বই বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে সোমবার গভীর রাতে হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকেই মোট ৩৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যাঁদের মধ্যে রায়না ছাড়াও রয়েছেন গায়ক গুরু রানধাওয়া, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানের মতো সেলেবরা। যদিও পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়।’

নির্ধারিত সময়ের পরেও পানশালা খুলে রাখার জন্যই পুলিশ হানা দেয় ওই নাইট ক্লাবে। ব্রিটেনে নতুন করে করোনার প্রকোপ দেখা দেওয়ায় মহারাষ্ট্র সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্পোরেশন এলাকায় নাইট কার্ফু জারি করে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সুরেশ রায়নার মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্রই তারকা ক্রিকেটারের ম্যানেজমেন্ট টিমের তরফে বিজ্ঞপ্তি জারি হল। বিবৃতিতে রায়নার অবস্থান নিয়ে ছবিটা স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শুটিংয়ের জন্য সুরেশ রায়না মুম্বইয়ে ছিলেন। গভীর রাত পর্যন্ত শুটিং চলে। দিল্লির বিমান ধরার আগে এক বন্ধুর আমন্ত্রণে দ্রুত ডিনার সারতে গিয়েছিলেন রায়না। তিনি স্থানীয় কোভিড প্রোটোকল ও সময়সীমা সম্পর্কে অবগত ছিলেন না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রোটোকল জানার পর কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত প্রক্রিয়া মেনে চলেন রায়না এবং অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। রায়না সর্বদা সরকরি নিয়ম-কানুন মেনে চলেন এবং ভবিষ্যতেও তাই করবেন।’

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাকে মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে করোনা মহামারির সময় নাইট কার্ফু উলঙ্ঘনের অভিযোগ। মুম্বই বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে সোমবার গভীর রাতে হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকেই মোট ৩৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যাঁদের মধ্যে রায়না ছাড়াও রয়েছেন গায়ক গুরু রানধাওয়া, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানের মতো সেলেবরা। যদিও পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়।’

নির্ধারিত সময়ের পরেও পানশালা খুলে রাখার জন্যই পুলিশ হানা দেয় ওই নাইট ক্লাবে। ব্রিটেনে নতুন করে করোনার প্রকোপ দেখা দেওয়ায় মহারাষ্ট্র সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্পোরেশন এলাকায় নাইট কার্ফু জারি করে।

নিউজ লাইট ৭১