বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান মহান বিজয় দিবস উদযাপন করেছে
- আপডেট টাইম : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / 75
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান মহান বিজয় দিবস উদযাপন করেছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের এ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণের জন্য মিলানে বসবাসরত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণি পেশার নাগরিকগণের দাবির পরিপ্রেক্ষিতে, শতাধিক প্রবাসী বাংলাদেশি নাগরিক সমবেত হলেও যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরন করে মোট পঞ্চাশজনকে নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
দিবসটির শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে দিবসের দ্বিতীয় ভাগের অনুষ্ঠান শুরু হয়।
কনসাল জেনারেল-এর নেতৃতে কর্মকর্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দেশের শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পড়ে শোনানো হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল ইকবাল আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর হাত ধরেই ১৯৭১ সালে বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে। ইতিহাসে কোন একক ব্যক্তির হাত ধরে স্বাধীনতা আন্দোলনের সূচনা ও সমাপ্তি অত্যন্ত বিরল ঘটনা।
বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে চলছে বলে উল্লেখ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদসহ মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সকলস্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিলান লোম্বারদিয়া আওয়ামী লীগ নেতা মান্নান মালিথা, হানিফ শিপন ও জামিল হোসাইন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান এবং তুরিন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসাইন প্রমুখ।
নিউজ লাইট ৭১