ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে আওয়ামী লীগ কোনো ধরনের আপস করবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / 75

মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে আওয়ামী লীগ কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক শক্তি সমূলে উৎপাটন করাই এবার বিজয় দিবসের শপথ বলে উল্লেখ করেন তিনি।

বুধবার জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে সরকার আপস করবে কিনা সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে সাভারে সেতুমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু পাকিস্তানিদের সাথেও বৈঠক করেছেন। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও স্বাধীনতার আদর্শ। এই প্রশ্নে আমরা কোনো আপস করবো না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈঠকটা করা হয়েছে, আমরা জানতে চাই তারা কী চায়? সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। তা না হলে বৈঠক কেন?

সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনও এই দেশে একটা মহল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এবার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে—মুক্তিযুদ্ধের চেতনায় এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে আওয়ামী লীগ কোনো ধরনের আপস করবে না

আপডেট টাইম : ০৪:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে আওয়ামী লীগ কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক শক্তি সমূলে উৎপাটন করাই এবার বিজয় দিবসের শপথ বলে উল্লেখ করেন তিনি।

বুধবার জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে সরকার আপস করবে কিনা সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে সাভারে সেতুমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু পাকিস্তানিদের সাথেও বৈঠক করেছেন। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও স্বাধীনতার আদর্শ। এই প্রশ্নে আমরা কোনো আপস করবো না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈঠকটা করা হয়েছে, আমরা জানতে চাই তারা কী চায়? সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। তা না হলে বৈঠক কেন?

সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনও এই দেশে একটা মহল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এবার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে—মুক্তিযুদ্ধের চেতনায় এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব।

নিউজ লাইট ৭১