মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
- আপডেট টাইম : ০২:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / 85
মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহর কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশ হাইকমিশনার মাে. গােলাম সারওয়ার। মঙ্গলবার মালয়েশিয়ার রাজদরবারে দেশটির রাজার সঙ্গে সাক্ষাৎ করে এ পরিচয়পত্র পেশ করেন তিনি।
এ সময় মালয়েশিয়ার রাজা হাইকমিশনারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। জবাবে হাইকমিশনার তাকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য মালয়েশিয়ার রাজাকে ধন্যবাদ জানান। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে হাইকমিশনার রাজার সঙ্গে মধ্যাহ্নভোজে যােগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান (চিফ অব প্রটোকল), মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডার সেক্রেটারি ও দূতাবাসের ডেপুটি হাইকমিশনার।
নিউজ লাইট ৭১